মধ্যপ্রাচ্যে অতিরিক্ত যুদ্ধজাহাজ ও জঙ্গিবিমান মোতায়েন করবে যুক্তরাষ্ট্র। ইরান ও এর মিত্রদের সম্ভাব্য হামলা থেকে ইসরায়েলকে রক্ষা করতে এমন সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষাদপ্তর পেণ্টাগন বলেছে, এর মধ্যে আছে অতিরিক্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, প্রতিরক্ষায় সক্ষম ক্রুজ ও ডেস্ট্রয়ার। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন মধ্যপ্রাচ্য এবং ইউএস ইউরোপীয় কমান্ডের অধীন এলাকাগুলোতে ডেস্ট্রয়ার ছাড়াও জঙ্গিবিমানের অতিরিক্ত স্কোয়াড্রন পাঠানোর নির্দেশ দিয়েছেন। খবর বিডিনিউজের।
ইরানে ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাসের রাজনৈতিক শাখার শীর্ষ নেতা ইসমাইল হানিয়া হত্যাকাণ্ড এবং লেবাননে হিজবুল্লাহ কমান্ডার হত্যার ঘটনায় ওই অঞ্চলে উত্তেজনা তুঙ্গে রয়েছে। ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের জন্য প্রস্তুত অবস্থায় রাখা হয়েছে বলে পেণ্টাগন জানিয়েছে। ইসরায়েলের সুরক্ষা লৌহবর্ম দিয়ে করা হবে বলে জানিয়েছে তারা। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হানিয়া হত্যার ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে কঠোর শাস্তির অঙ্গীকার করেছে এবং তিনদিনের জাতীয় শোক ঘোষণা করেছে। বুধবার তেহরানে নিহত হন হানিয়া। ইরান ও গাজায় এর ছায়াগোষ্ঠীগুলো হানিয়ার ওপর হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে। তবে ইসরায়েল হামলার বিষয়ে কোনও মন্তব্য করেনি।
পেন্টাগন এক বিবৃতিতে বলেছে, নতুন মোতায়েন যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ যুক্তরাষ্ট্রের বাহিনীর সুরক্ষার উন্নতি ঘটাবে। ইসরায়েলের প্রতিরক্ষার জন্য সমর্থন বাড়াবে এবং বিভিন্ন অপ্রীতিকর পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সাড়া দিতে প্রস্তুতি নিশ্চিত করবে।