মধু পূর্ণিমা আজ

হাটহাজারী প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৩ at ৯:২৯ পূর্বাহ্ণ

বৌদ্ধ সমপ্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ মধু পূর্ণিমা আজ। এই ধর্মীয় উৎসব মহাসমারোহে ভাবগম্ভীর পরিবেশে উদযাপনের জন্য নগরীসহ জেলার বিভিন্ন বিহারে মাঙ্গলিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে ভোরে পবিত্র ত্রিপিটকের মঙ্গলবানী পাঠ, সমবেত বুদ্ধ বন্দনা, জাতীয়, ধর্মীয় ও স্ব স্ব সংগঠনের পতাকা উত্তোলন, বুদ্ধ পূজা, পঞ্চশীল ও শীল গ্রহণ, ভিক্ষু সংঘের পিণ্ডদান, মধু পূর্ণিমার তাৎপর্য শীর্ষক আলোচনা, আলোকসজ্জা, বুদ্ধ কীর্তন, সন্ধ্যায় প্রদীপ পূজা ও সমবেত প্রার্থনা।

পূর্ববর্তী নিবন্ধদোস্ত বিল্ডিংয়ে জুয়ার আসরে অভিযান, আটক ১৬
পরবর্তী নিবন্ধবুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদ্রাসায় সাংস্কৃতিক প্রতিযোগিতা