মদুনাঘাট পুলিশ ফাঁড়িতে অস্ত্র পরীক্ষার সময় মিস ফায়ার

২ ব্যবসায়ী আহত

রাউজান প্রতিনিধি | মঙ্গলবার , ২৫ জুন, ২০২৪ at ১০:১৩ পূর্বাহ্ণ

হাটহাজারী উপজেলার মদুনাঘাট পুলিশ ফাঁড়িতে একটি ব্যাংকের অস্ত্র পরীক্ষা করতে গিয়ে মিস ফায়ারে গুলিবিদ্ধ হয়েছেন ওই এলাকার দুই ব্যক্তি। আহত দুজন বুড়িশ্চর ইউনিয়নের তালুকদার বাড়ি এলাকার নুরুল আবচার ও মোহাম্মদ ইয়াকুব বলে জানা গেছে। গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। আহত দুজন মদুনাঘাট পুলিশ ফাঁড়ি নিকটবর্তী এলাকার দোকানদার।

স্থানীয়রা জানিয়েছে, ফাঁড়ির পিছনের খোলা জায়গায় দাঁড়িয়ে গুলি ভর্তি শর্টগান পরীক্ষা করা হচ্ছিল। হঠাৎ ছররা গুলি এসে নিকটবর্র্তী দোকানের দুই ব্যবসায়ীর গায়ে লাগে। এ সময় রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতলে নেয়া হয়। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

জানতে চাইলে ঘটনা স্বীকার করে ফাঁড়ি পুলিশের ইনচার্জ মইন উদ্দিন সুমন বলেন, ঘটনাটি নিছক দুর্ঘটনা। হঠাৎ ঘটে যাওয়া এই ঘটনায় একটি জিডি লিপিবদ্ধ করার পাশাপাশি ঘটনাটি ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।

এবি ব্যাংক নজুমিয়াহাট শাখার মাহমুদ নামে এক কর্মকর্তা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। ফাঁড়িতে নেয়া শর্টগান তাদের কিনা জানতে চাইলেও তিনি এই নিয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।

পূর্ববর্তী নিবন্ধজামিনে মুক্ত যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী পাপিয়া
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় অপহৃত ট্রাক চালক উদ্ধার, গ্রেপ্তার ৩