মতিউরপত্নীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন বাতিল

| সোমবার , ২৯ জুলাই, ২০২৪ at ১০:২৫ পূর্বাহ্ণ

জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মো. মতিউর রহমানের স্ত্রী লায়লা কানিজের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন বাতিল করেছে আদালত। গতকাল রোববার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালতে আবেদনের শুনানি হওয়ার দিন ধার্য ছিল। কিন্তু লায়লা কানিজ আদালতে উপস্থিত না হওয়ায় বিচারক আবেদনটি বাতিল করে দেন বলে জানিয়েছেন দুদকের আইনজীবী মীর আহম্মেদ আলী সালাম। খবর বিডিনিউজের।

গত ৩০ জুন আইনজীবীর মাধ্যমে এই আবেদন করেছিলেন নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ। এর আগে গত ২৪ জুন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার সিনিয়র স্পেশাল আদালত মতিউর রহমান, লায়লা কানিজ ও তাদের ছেলে আহম্মেদ তৌফিকুর রহমান অর্ণবের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেয়। এবছর কোরবানির জন্য ঢাকার মোহাম্মদপুরের সাদিক এগ্রো থেকে ইফাত নামের এক তরুণের ১৫ লাখ টাকা দামে ছাগল কেনার ফেসবুক পোস্ট ঘিরে ঈদের আগে রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানকে নিয়ে সোশাল মিডিয়ায় আলোচনা শুরু হয়।

এ নিয়ে আলোচনার মধ্যে মতিউর রহমানকে এনবিআর থেকে সরিয়ে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করে অর্থ মন্ত্রণালয়। রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকেও বাদ দেওয়া তাকে। ব্যাংকে তিনি সরকার মনোনিত পরিচালক ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধমেডিকেল কলেজ এখনই খুলছে না: স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর
পরবর্তী নিবন্ধআন্দোলন ঘিরে সহিংসতায় নিহত ১৪৭: স্বরাষ্ট্রমন্ত্রী