মতিউর রহমান শাহ’র ৫৯তম ওরশ আজ

| শনিবার , ৪ ফেব্রুয়ারি, ২০২৩ at ৫:২৮ পূর্বাহ্ণ

হযরত মৌলানা মতিউর রহমান শাহ বিএ (.) এর ৫৯তম বার্ষিক ওরশ শরীফ আজ শনিবার ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার পূর্ব ফরহাদাবাদ গ্রামে অনুষ্ঠিত হবে। কর্মসূচির মধ্যে রয়েছে বাদে ফজর মাজার শরীফ জেয়ারত, খতমে কোরআন, আলোচনা, মিলাদকিয়াম, জিকির ও ছেমা মাহফিল এবং আখেরি মোনাজাত।

আখেরি মোনাজাত পরিচালনা করবেন ফয়েজিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন শাহজাদা মৌলানা কাজী আবদুল হালিম শাহ। এতে উপস্থিত থাকার জন্য শাহজাদা মোহাম্মদ কামাল শাহ ও শাহজাদা মোহাম্মদ আলমগীর শাহ অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে পোড়ানো হল তিনটি বেহুন্দি ও চারটি চরঘেরা জাল
পরবর্তী নিবন্ধচান্দগাঁওয়ে গৃহবধূর আত্মহত্যা