তফসিল প্রত্যাখ্যান করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনে থাকা বিএনপিকে ‘মত পাল্টে’ নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, আসুন, অংশগ্রহণমূলক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুন। নির্বাচনের দরজা সবার জন্য খোলা। বিএনপিকে বলব, মত পাল্টে অংশ নিন, দরজা খোলা আছে। খবর বিডিনিউজের।
তবে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেরানোর প্রশ্নে আওয়ামী লীগ যে আগের অবস্থানেই আছে, সে কথা তুলে ধরে তিনি বলেছেন, আমরা একা ক্ষমতায় যেতে চাই না। সবাইকে নিয়ে ভোটের লড়াইয়ে যেতে চাই। আমরা চাই, সবাই ভোটে আসুক। তবে নির্বাচনে সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই। নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর দলের তরফ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে গতকাল বৃহস্পতিবার তেজগাঁওয়ে আওয়ামী লীগের ঢাকা জেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আসেন কাদের। ওই সংবাদ সম্মেলন যখন চলছে, বিএনপি তখন এক দফা দাবিতে সারা দেশে পঞ্চম দফা অবরোধ করছে। সেই সঙ্গে গণতান্ত্রিক বাম জোটের ডাকে চলছে আধাবেলা হরতাল।
ভোট বর্জনের ঘোষণা দেওয়া দলগুলোর উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, সময় আছে। সরকারি দল হিসেবে আমরা অনুরোধ করছি, আসুন নির্বাচনে। আমরা কারো জন্য বাধা হব না। দিনরাত আমাদের যারা গালিগালাজ করেন, তাদের জন্যও নির্বাচনের দরজা বন্ধ হয়নি। আমরা সকলকে স্বাগত জানাই। কাউকে নির্বাচন থেকে দূরে থাকতে আমরা উৎসাহিত করি না। বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ৭ জানুয়ারি ভোটের তারিখ রেখে তফসিল ঘোষণার সময় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালও সব দলকে নির্বাচনে আসার উৎসাহ দিয়েছেন। সেই সঙ্গে প্রধান দুই দলের বিরোধ মেটাতে সংলাপেরও আহ্বান তিনি জানিয়েছেন। এর আগে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও দেশের বড় তিন দলকে নিঃশর্ত সংলাপে বসার আহ্বান জানানো হয়েছে। তবে আওয়ামী লীগ বা বিএনপি– কোনো দলই তাতে সাড়া দেয়নি।
ওবায়দুল কাদের বলেন, আমরা সংলাপের পক্ষে। ২০১৮ সালে বিএনপির সঙ্গে প্রধানমন্ত্রী দুইবার সংলাপ করেছেন। ২০১৪ সালের নির্বাচনের আগে ফোন করেছেন। কিন্তু খালেদা জিয়া অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছে প্রধানমন্ত্রীকে। তার ছেলে মারা গেছে, তখনও গেছেন, কিন্তু তাকে ঢুকতে দেওয়া হয়নি। এবারও রাষ্ট্রপতি তাদের ডেকেছেন, নির্বাচন কমিশন ডেকেছে। তারা সাড়া দেয়নি। এখন নির্বাচনের তফসিল হয়ে গেছে। এখন আর সংলাপ করার মত সময় নেই।
শর্তহীন সংলাপের জন্য মার্কিন সহকারী পররাষ্ট্র মন্ত্রী ডোনাল্ড লুর চিঠি নিয়ে এক প্রশ্নের উত্তরে কাদের বলেন, সংলাপের সময় এখন আর অবশিষ্ট নেই। গতকাল (বুধবার) এটা আমি বলেছি। মিস্টার লুয়ের চিঠি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আমি আলাপ করেছি। সেই চিঠির জবাব দুই–একদিনের মধ্যে দেব। এটা একটা সৌজন্যবোধ, শিষ্টাচারের বিষয়। তিনি একটা চিঠি দিয়েছেন, সেটার জবাব আমরা অবশ্যই দেব। এটা গণতান্ত্রিক রীতিনীতির মধ্যেও পড়ে। চিঠি প্রসঙ্গে আমাদের কথা এটাই।
আর প্রধান নির্বাচন কমিশনারের সংলাপের আহ্বান নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ভাষ্য, সিইসি যেখানে বসে আছেন, তার বক্তব্যে এ ধরনের আহ্বান থাকাটা ‘খুব স্বাভাবিক’। এমন কথা ওই পদে থাকলে আপনিও বলতেন। সেটার জন্যতো নির্বাচনের শিডিউল ঘোষণা স্থগিত থাকে না। সেটা হয়ে গেছে। এখন দলগুলো নিজেরা নিজেদের মধ্যে সংলাপ করবে কি, করবে না, এটা তাদের ব্যাপার। উনি সিইসি হিসাবে একটা আহ্বান করার দরকার, সেটা করেছেন।
তফসিল ঘোষণার পরে বিএনপি নতুন করে ‘স্বাধীনতার ঘোষণা’ দিয়েছে, সেটা আওয়ামী লীগ কীভাবে দেখছে, তা জানতে চেয়েছিলেন একজন সাংবাদিক। জবাবে কাদের বলেন, সামনের সময়টা অত্যন্ত ক্রুশিয়াল। ৩০ নভেম্বর মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ তারিখ। এর মধ্যে কত ফুল ফুটবে। আর শীতকালতো এসে গেছে, কিছু কিছু ফুল ফোটার সময়ও এসে গেছে। এখন কোন ফুল কোথায় ফুটছে… হঠাৎ জেগে উঠবে। অপেক্ষা করুন।
বিএনপিসহ সমমনা দলগুলোর নির্বাচন প্রতিহত করার হুমকির জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শঙ্কার এত পাহাড়, এত খরস্রোতা নদী পার হয়ে এলাম। এখন আবার কাকে ভয় পাব? এত বিপদসংকুল দরিয়া পার হলাম, তারপর আবার ভয় কীসের? কোনো ভয় করি না। প্রতিহত যারা করবে, আমাদের লাগব না, বাংলাদেশের জনগণ ও ভোটাররা তাদের প্রতিহত করবে।
আওয়ামী লীগ দলগতভাবে নির্বাচন করবে, নাকি জোটগতভাবে? জাতীয় পার্টি জোটে থাকবে? এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, তার দল পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ‘সময়মত’ সব জানানো হবে। নির্বাচন সামনে রেখে অর্থনৈতিক নিষেধাজ্ঞার আশঙ্কা আছে কিনা এমন প্রশ্নে সরকারের সেতুমন্ত্রী কাদের বলেন, ইউরোপ আমেরিকা নিয়ে অনেক কথা হয়েছে। চিঠি চালাচালি হয়েছে। কখনো ভগবান আসে, কখনো অবতার আসে, এসব অনেক শুনেছি। বাংলাদেশ নিয়ে মাথা ঘামায়। আজকে বিশ্ব কোথায়? কি হচ্ছে ফিলিস্তিনে? কি করতে পারল জাতিসংঘ? কি করতে পারল আমেরিকা? কি করতে পারল ইউরোপ? ইউক্রেইন জ্বলছে, কি করল ইউরোপ? আর বাংলাদেশের একটা নির্বাচন নিয়ে এত মাথাব্যথা কেন? আমি এসবের উত্তর দিতে রাজি না।
বিএনপি বর্জন করলে নির্বাচন গ্রহণযোগ্য হবে কিনা, গ্রহণযোগ্য না হলে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে কিনা… এমন প্রশ্নও রাখা হয় ওবায়দুল কাদেরের সামনে। জবাবে তিনি বলেন, আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট এখনো বলছেন নির্বাচনে কারচুপি হয়েছে, আজ পর্যন্ত নির্বাচনের ফলাফল মেনে নেন নাই আরেকজন প্রার্থী। কাজেই এসব প্রশ্ন করে লাভ নেই। ওদের বেলায় ঠিক আছে, আমাদের বেলায় সমস্যা। আজ কি ট্রাম্প বলেছেন, যে তিনি বাইডেনকে মানেন? আরেকটা নির্বাচন সামনে। গণতন্ত্রের ভেতরে দোষ–ত্রুটি সব জায়গায় আছে। পারফেক্ট কেউ না। ওবায়দুল কাদের জানান, শুক্রবার বিকাল ৩টায় তেজগাঁও কার্যালয়ে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক হবে। দলের সভাপতি শেখ হাসিনাও তাতে অংশ নেবেন। তিনি ভার্চুয়ালি মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করবেন। শনিবার থেকে সবাই মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন।