মণিপুরে সহিংসতা ঠেকাতে নামতে হল সেনাবাহিনীকে

| শুক্রবার , ৫ মে, ২০২৩ at ৭:২৪ পূর্বাহ্ণ

উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে উপজাতি ও অউপজাতি গোষ্ঠীর মধ্যে সহিংসতা দমনে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত দেওয়া কারফিউর মধ্যে ফ্ল্যাগ মার্চ করার পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা হাজারও বেসামরিক লোককে নিরাপদ আশ্রয়ে সরিয়েও নিয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। গতকাল বৃহস্পতিবার তারা এ কথা জানান। গোলযোগপূর্ণ এলাকায় নিজেদের উপস্থিতি জানান দিতে এবং দুষ্কৃতিকারীদের সতর্ক করতে সেনাবাহিনীর সশস্ত্র টহলকে ফ্ল্যাগ মার্চ বলে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মণিপুরের অউপজাতীয় একটি গোষ্ঠী সাংবিধানিকভাবে তফসিলি উপজাতির মর্যাদা পেতে দাবি জানিয়ে আসছে। তাদের সেই দাবির প্রতিবাদে মঙ্গলবার কয়েক হাজার উপজাতির বিক্ষোভ মিছিল চলাকালে সহিংসতা শুরু হয়। ভারতীয় সেনাদের একাধিক সূত্র জানিয়েছে, তাদের সৈন্য ও আধাসামরিক আসাম রাইফেলস বুধবার রাত ও বৃহস্পতিবারে বিভিন্ন সমপ্রদায়ের সাড়ে ৭ হাজারের বেশি মানুষকে সরিয়ে সেনা ক্যাম্প ও সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান প্রাঙ্গণে আশ্রয় দিয়েছে। খবর বিডিনিউজের।

আমরা যুদ্ধপ্রস্তুতিতে কাজ করছি। যে কোনো ধরনের সামপ্রদায়িক সংঘাত, বিক্ষোভ ও অবরোধ নিস্ক্রিয়ে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর সেনাদের মোতায়েন করা হয়েছে,” রাজ্যের রাজধানী ইমফল থেকে রয়টার্সকে এমনটাই জানিয়েছেন পুলিশের নাম প্রকাশে অনিচ্ছুক এক ঊর্ধ্বতন কর্মকর্তা।

পূর্ববর্তী নিবন্ধহাইকোর্টের রায়ে স্বস্তি পেলেন অমর্ত্য সেন
পরবর্তী নিবন্ধ২০২২ সালে তীব্র খাদ্য সংকটে ছিল ২৫৮ মিলিয়ন মানুষ