মডেল মেঘনা আলমের ব্যাংক হিসাব তলব

| মঙ্গলবার , ২২ এপ্রিল, ২০২৫ at ৪:৪৯ পূর্বাহ্ণ

প্রতারণার মামলায় কারাগারে থাকা সাবেক ‘মিস আর্থ বাংলাদেশ’ মেঘনা আলমের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। এ বিষয়ে গত রোববার বিএফআইইউ এর পক্ষ থেকে ব্যাংকগুলোকে চিঠি দেওয়া হয়েছে বলে একটি ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) নিশ্চিত করেছেন। খবর বিডিনিউজের। মডেল ও মিস বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান মেঘনা আলম ২০২০ সালের ৫ অক্টোবর মিস আর্থ বাংলাদেশ

প্রতিযোগিতায় বিজয়ী হন। গত ৯ এপ্রিল রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিয়ে আলোচনার মধ্যেই ধানমন্ডি থানায় ‘হানি ট্র্যাপিংয়ের’ মামলা দায়ের করা হয় মেঘনা আলমের বিরুদ্ধে। সানজানা ইন্টারন্যাশনাল নামের এক জনশক্তি রপ্তানিকারক কোম্পানির মালিক দেওয়ান সমিরকেও সেখানে আসামি করা হয়। গত ১৭ এপ্রিল তাদের আদালতে হাজির করে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

পূর্ববর্তী নিবন্ধবাকলিয়ায় তিন শিশুকে হেনস্থা, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধডেথ রেফারেন্স নিষ্পত্তিতে অগ্রাধিকার