মঞ্জুসহ নগর বিএনপির আরও ২০ নেতাকর্মী গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৮ জুলাই, ২০২৪ at ৬:৩০ পূর্বাহ্ণ

নগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মনজুর আলম চৌধুরী মঞ্জুসহ দলটির আরও ২০ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় তাদের গ্রেপ্তার করা হয়। সবমিলিয়ে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিএনপির ৩৭০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে নগর বিএনপির সাবেক সহদপ্তর সম্পাদক ইদ্রিস আলী আজাদীকে বলেন, আজ (শনিবার) সন্ধ্যা ৭টার দিকে কাট্টলী কর্নেল হাটস্থ আশরাফ আলী চৌধুরী বাড়ির বাসা থেকে মনজুর আলম চৌধুরী মঞ্জুকে গ্রেপ্তার করেছে আকবর শাহ থানা পুলিশ। এ সময় বিপুল সংখ্যক পুলিশ সদস্য বাসা ঘেরাও করে রাখে। গ্রেপ্তারের সময় পুলিশ তার পরিবারের সদস্যদের সবার মোবাইল ফোন কেড়ে নিয়ে সবাইকে এক জায়গায় দাঁড় করিয়ে রাখে। তাদের সাথে অশোভন আচরণ করে।

ইদ্রিস আলী জানান, হালিশহর থানা পুলিশ বিএনপি নেতা কিং আলীকেও গ্রেপ্তার করেছে। এছাড়া অন্যান্য থানায় গ্রেপ্তারকৃতরা হলেন সদরঘাট থানা যুবদল নেতা মুরাদ হোসেন, পাঁচলাইশ থানা যুবদল নেতা হাফেজ মুহিবুল্লাহ, চান্দগাঁও ওয়ার্ড যুবদলের সদস্য মো. জুয়েল, মো. ফারুক, মো. রকি, মো. শাহজাহান, আবুল আরাফাত, মো. ইয়াছিন, মো. আলমগীর, ছালেহ আহমদ, আবদুল্লাহ মামুন, দক্ষিণ কাট্টলী ওয়ার্ড যুবদল নেতা মো. কবির, বক্সিরহাট ওয়ার্ড যুবদল নেতা মো. আরিফ ও মো. শামীম। এদিকে সিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেনশন্স বিভাগ জানায়, গতকাল পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৭ জনকে গ্রেপ্তার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধমোবাইলের অব্যবহৃত ডাটা প্যাকেজের ভবিষ্যৎ কী
পরবর্তী নিবন্ধপ্যারিস অলিম্পিকের প্রথম স্বর্ণ চীনের