কদমতলী আবেদীয়া স্কুল বাড়ী একতা সংঘ আয়োজিত ৩য় টার্ফ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করছে আলহাজ্ব মনজুর আলম মঞ্জু স্মৃতি সংসদ। এ উপলক্ষে গত ২০ নভেম্বর, বৃহস্পতিবার ফুটবল দলের জার্সী উন্মোচন সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে জার্সি উম্মোচন করেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য মো. নাসির মিঞা। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা ফুটবল রেফারি এসোসিয়েশনের আজীবন সদস্য স্মৃতি সংসদের চেয়ারম্যান হাজী মাহাবুব আলম রাজিব। এই সময় উপস্থিত ছিলেন ওয়ালিদ, মোরশেদুল আলম আলিফ, মাজেদুল আলম, ইমানিউল খান, মুহাম্মাদ রানা আজম, মুহাম্মাদ রিপন, মুহাম্মাদ মহিন উদ্দিন সাগর, মুহাম্মাদ মুন্না, মুহাম্মাদ নিকার প্রমুখ।












