মঞ্চমুকুট নাট্য সম্প্রদায়ের নিয়মিত প্রযোজনা রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রীর পত্র অবলম্বনে নাটক ‘মৃণাল এর কথা’ আগামীকাল শুক্রবার বিকাল ৫টা ও সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটের ল্যাবরেটরি হলে মঞ্চস্থ হবে। এটি মঞ্চমুকুটের ২০তম প্রযোজনা। নাটকটির নির্দেশনার দায়িত্বে আছেন সুচরিত দাশ খোকন।
মৃণাল এর কথায় নেপথ্যকর্মী ও কলাকুশলীরা হলেন মহাশ্বেতা ভাবনা, মৌরিন দাশ, গায়ত্রী দে, পিয়াল সরকার, বিরাজ সরকার, পার্থ প্রতিম মহাজন, স্নেহাশ্বেতা দাশগুপ্তা, সৌরূপ বোস, মো. অলিউর রহমান, স্বাথী চক্রবর্তী ও সুচরিত দাশ খোকন।
এবার শাকিবের বলিউড যাত্রা?
গেল কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে আসার পর থেকেই শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ জনপ্রিয়তার তুঙ্গে। ‘প্রিয়তমা’র আঁচ দেশ ছাড়িয়ে আমেরিকা–কানাডাতেও ছড়িয়েছে। এবার এই সিনেমার সাফল্যের মধ্যেই নতুন চমক এলো। খবর বিডিনিউজের।
ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন জানিয়েছে, শিগগিরি বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন শাকিব। সব ঠিক থাকলে আগামী মাসের প্রথম সপ্তাহে বারাণসীতে শুটিং শুরু করবেন অভিনেতা আর টানা ৩৫ দিন ধরে চলবে শুটিং। সংবাদ প্রতিদিন আরো জানিয়েছে, এই সিনেমায় শাকিবের বিপরীতে থাকতে পারেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রাচী দেশাই। এছাড়া নেহা শর্মা, জারিন খান ও শেহনাজ গিলও সম্ভাব্য অভিনেত্রী তালিকায় রয়েছেন। বাংলাদেশ–ভারতে একসঙ্গে মুক্তি পাবে এই সিনেমা। বাংলা ও হিন্দি ছাড়াও তামিল, তেলুগু ভাষায় মুক্তি পাবে সিনেমাটি। সিনেমার নাম ও নির্দেশনা সম্পর্কিত কোনো তথ্য এখনো প্রকাশ্যে আসেনি। অবশ্য, এ বিষয়ে এখনো শাকিবের বক্তব্য জানা সম্ভব হয়নি।
এছাড়াও খবর ছড়িয়েছে, দীর্ঘ পাঁচ বছর ফের টলিউডের সিনেমায় অভিনয় করতে চলেছেন শাকিব। সূত্র বলেছে, অশোক ধানুকা ও হিমাংশু ধানুকার নতুন সিনেমায় কাজ করতে অগাস্টে কলকাতায় যাবেন তিনি। সর্বশেষ ২০১৮ সালে টলিউডের ‘নাকাব’ সিনেমায় দেখা গিয়েছিল তাকে।