রাঙ্গুনিয়ার মজুমদারখীল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বিদ্যালয়ের হলরুমে গত শনিবার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি গিয়াস উদ্দিন খান স্বপন। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গনি ওসমানী। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক।
শিক্ষক আনন্দ কুমার বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান মো. নূর উল্লাহ, কাউন্সিলর অলি আহাম্মদ মাস্টার, খীল মোগল রসিক উচ্চ বিদ্যালয়ের সভাপতি নাছির উদ্দীন রিয়াজ, মাসুদ নাসির, জহিরুল আলম, মানিক সাহা, মো. ইউসুফ, দেব প্রসাদ দে, মোহাম্মদ উল্লাহ, সরা বালা দে, বজল আহাম্মদ প্রমুখ। অনুষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের স্কুলের পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।