আহরণ পরিবেশ উন্নয়ন স্বউদ্যোগ কার্যক্রমের আওতায় সীতাকুণ্ডের মছজিদ্দা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীতে গত ২০ মে গল্প আহরণ প্রতিযোগিতার ১ম অধিবেশন অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক আদিনাথ চক্রবর্ত্তীর পৃষ্ঠপোষকতায় এতে শিক্ষার্থীদের গোলাপ ও শাপলা দলে ভাগ করা হয়। বিকাশ শিশুদের গল্পের ঝুলি (বেগুনি বই) থেকে ‘জাপানের এক সম্রাট এবং একজন বৃদ্ধলোক’ গল্পটি প্রতিযোগিতার জন্য নির্বাচন করা হয়।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন সহকারী শিক্ষক আমজাদ হোসেন। শুরুতে শিক্ষার্থীদের গল্পটি দুইবার পাঠ করে শোনানো হয়। এরপর দলগত প্রতিযোগিতায় স্মৃতি থেকে বলা পর্বে অংশ নেয় শিক্ষার্থী মো. শামছুল আরেফীন, মো. ইসমাম, মো. মেজবাউর রহমান ও অর্নব চক্রবর্তী।
প্রতিযোগিতায় শাপলা দল বিজয়ী হয়। ১ম স্থান অধিকার করে শিক্ষার্থী অর্নব চক্রবর্তী। ৬৩ জন শিক্ষার্থী প্রতিযোগিতা উপভোগ করে। অনুষ্ঠান সঞ্চালনা করেন আহরণ উদ্যোক্তা শিক্ষক চৌধুরী আহসানুল করিম। প্রেস বিজ্ঞপ্তি।