মঙ্গলের আকাশে ইনজেনুইটির শেষ উড়ান

| রবিবার , ২৮ জানুয়ারি, ২০২৪ at ১০:৫৬ পূর্বাহ্ণ

টানা তিন বছর সফলভাবে কাজ করার পর মঙ্গল গ্রহের আকাশে শেষবারের মত উড়েছে নাসার ইনজেনুইটি হেলিকপ্টার। মাসের শুরুতে আকাশযানটির ৭২তম উড্ডয়নে দেখা যায়, মঙ্গলের পৃষ্ঠে থাকা পারসিভারেন্স রোভারের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছে ইনজেনুইটি। পরে নাসা যানটির সঙ্গে পুনরায় যোগাযোগ স্থাপন করলেও ১৮ জানুয়ারি ইনজেনুয়িটি মঙ্গলের পৃষ্ঠে অবতরণের সময় এর অন্তত একটি কার্বন ফাইবার রোটর ব্লেড ভেঙে গেছে। চপারটি এখনও সচল। আর রোভারের সঙ্গেও এর যোগাযোগ রয়েছে। খবর বিডিনিউজের।

তবে নিজের ওড়ার ক্ষমতা হারিয়ে ফেলেছে ইনজেনুয়িটি। নাসার প্রত্যাশিত লক্ষ্যমাত্রার চেয়েও অনেক বেশি সময় কাজ করেছে এ কপ্টার। ৩০ দিনে পাঁচটি পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনা করা ছিল নাসার প্রাথমিক লক্ষ্য। তবে তিন বছরের বেশি সময় সেবা দিয়ে গেছে যানটি। আর নিজের মূল লক্ষ্যমাত্রার চেয়েও ১৪ গুণ বেশি দূরের পথ পাড়ি দিয়েছে ইনজেনুইটি। এমনকি টানা দুই ঘণ্টার বেশি সময় ধরে মঙ্গলের আকাশে উড়তে দেখা গেছে এ উড়ুক্কু যানটি।

পূর্ববর্তী নিবন্ধ৮ কোটি ৩৩ লাখ ডলার জরিমানা
পরবর্তী নিবন্ধআইসিজে’র রায়ে লাগাম টানার আদেশ, মানবে তো ইসরায়েল?