মঙ্গলকাব্য

রওশন জান্নাত রুশনী | বৃহস্পতিবার , ২০ এপ্রিল, ২০২৩ at ৮:৫৭ পূর্বাহ্ণ

আসছে ধেয়ে বৈরী বাতাস

ধ্বংস কামী সর্বনাশী

ফুঁসছে সর্প মারছে ছোবল

বিষ দন্তে খুন পিয়াসী

হাসছে আগুন হিংস্র রোষে

তুফানী ঝড় কালবৈশাখী

ভাঙছে জাতির মিলনমেলা

সামপ্রদায়িক মৌলবাদী

হানছে আঘাত তুলছে শূলে

জাতের ধুয়ো সনাতনী

কাটছে সুতো সমপ্রীতি টান

হিন্দুয়ানী মুসলমানি

জাগছে জাতি বঙ্গবাসী

রুখবে পিশাচ ধর্মজীবী

আসছে বর্ষ আলোর হর্ষ

সত্যসুন্দরদিগ্বিজয়ী।.

পূর্ববর্তী নিবন্ধপ্রস্থান
পরবর্তী নিবন্ধআমি সমুদ্র পুষি