মীরসরাইয়ের ১১নং মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি প্রয়াত আমজাদ হোসেন তুহিনের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার সকাল ১০ টায় মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও জাসাস মীরসরাই শাখার সহ সভাপতি মোঃ আলমগীরের উদ্যোগে মিয়াপাড়া জামে মসজিদে এ শোকসভা অনুষ্ঠিত হয়। শোকসভা শেষে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে তুহিনের কবর জিয়ারত করেন তিনি। এর আগে তুহিনের আত্মার মাগফেরাত কামনা করে কুরআন খতম, অনাথ আশ্রমের শিশুদের জন্য নাস্তা ও তবারক বিতরণ করা হয়। এরপর মোঃ আলমগীর নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন ওয়ার্ডের অসুস্থ রোগীদের সাথে সাক্ষাৎ করেন এবং ৭নং ওয়ার্ড হাসিম নগরের খালেদা বেগম, ৫নং ওয়ার্ড ভূঁইয়া তালুকের দিপু ও একই এলাকার ক্যানসার আক্রান্ত এক মহিলার চিকিৎসার জন্য নগদ সহয়তা প্রদান করেন। এসময় ঘর নির্মাণের জন্য ভূঁইয়া তালুক গ্রামের মোঃ বেলালকে নগদ আর্থিক সহয়তাও করেন তিনি। এছাড়াও মোঃ আলমগীর পূর্বপ্রতিশ্রুতি অনুযায়ী তিনঘরিয়াটোলা গ্রামের প্যারালাইসিস রোগী পূর্ব মলিয়াইশ জামে মসজিদ প্রকাশ দারোগা বাড়ি জামে মসজিদের খতিব আব্দুল হাই ফকির আহম্মদ ও আবু জাফরকে হুইল চেয়ার প্রদান করেন। এরপর মোঃ আলমগীর ড. কামাল উদ্দিন প্রতিষ্ঠিত রেসিডেন্সিয়াল মডেল হাইস্কুল পরিদর্শন করেন এবং স্কুলে আয়োজিত মা সমাবেশে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। সর্বশেষ দূর্গাপুজা উপলক্ষে আবুতোরাব জগন্নাথ ধাম মন্দিরে নগদ ৩০ হাজার টাকা ও মন্দিরের শোভা বর্ধনের জন্য ফুলের চারা রোপণ করেন। এসময় তিনি মঘাদিয়া ইউনিয়নের বাকি ৬ দূর্গাপুজা মণ্ডপের জন্য চারা বিতরণ করে দূর্গাপূজোয় প্রতি মণ্ডপে ৫ হাজার টাকা করে অনুদান দেয়ার ঘোষণা দেন।
দিনব্যাপী কর্মসূচিতে উপস্থিত ছিলেন ১০ নং মিঠানালা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সালাউদ্দিন সেলিম, ১১নং মঘাদিয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ আব্দুল্লাহ, জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মিল্লাহ হোসেন, উপজেলা যুবদল নেতা আজাদ হায়দার চৌধুরী রাজিব, মঘাদিয়া ইউনিয়ন জাসাসের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মামুন, মঘাদিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ আরিফ, ইউনিয়ন যুবদল নেতা কালাম, মঘাদিয়া ইউনিয়ন জাসাসের সিনিয়র সভাপতি (প্রস্তাবিত) এছাক মিয়া প্রকাশ খানসাব, মঘাদিয়া ৪নং ওয়ার্ড শ্রমিকদলের সভাপতি তারেক হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।