মগনামার চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিল

পেকুয়া প্রতিনিধি | বুধবার , ১০ নভেম্বর, ২০২১ at ৪:৫৪ পূর্বাহ্ণ

মগনামার সাবেক চেয়ারম্যান ইউনুছ চৌধুরীর প্রার্থিতা বাতিল করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা ও আপিল কর্তৃপক্ষ এস.এম শাহাদাত হোসেন দীর্ঘ শুনানী শেষে পরিপত্র অনুযায়ী মনোনয়ন দাখিলের আগে ব্যাংক হিসাব না খোলায় ইউনুছ চৌধুরীর দাখিলকৃত মনোনয়ন ফরম বাতিল ঘোষণা করেন। এর আগে গত ৪ নভেম্বর পেকুয়ায় যাঁচাই বাচাইয়ের দিন মগনামার দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ও পেকুয়া উপজেলা নির্বাচন অফিসার রেজাউল করিম চেয়ারম্যান প্রার্থী ইউনুছ চৌধুরীর ব্যাংক এ্যাকাউন্ট না থাকায় সাময়িকের জন্য অবৈধ ঘোষণা করলেও পরে তা পূরণ করায় সব প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন। কিন্ত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইউনুছ চৌধুরীর ব্যাংক এ্যাকাউন্ট করার ক্ষেত্রে যথাযথ জেলকোড না মানা ও সময়মত হিসাব না খোলার অভিযোগ এনে জেলা নির্বাচন কর্মকর্তার নিকট আপিল করেন অপর স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী গিয়াস উদ্দিন।
কঙবাজার জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, সকল চেয়ারম্যান প্রার্থীদের জন্য নতুন করে হিসাবপত্র (এ্যাকাউন্ট) খুলতে হয়। নির্বাচন কমিশন কর্তৃৃক জারীকৃত পরিপত্র-৩ ক্রমিক-১২ অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচন (ইউনিয়ন পরিষদ নির্বাচন) বিধিমালা ২০১০ এর বিধি অনুসারে চেয়ারম্যান পদে প্রার্থীর মনোনয়ন দাখিলের পূর্বে নির্বাচনী ব্যয় পরিচালনা করার জন্য যেকোন তফশীল ব্যাংকে একটি নতুন এ্যাকাউন্ট খুলতে হয়। চেয়ারম্যান প্রার্থী ইউনুছ চৌধুরী যেহেতু জেলে বন্দি আছেন সেহেতু বিধি অনুযায়ী জেলকোড মেনে যথাসময়ে হিসাব না খুলায় স্থানীয় সরকার নির্বাচন (ইউনিয়ন পরিষদ) বিধিমালা ২০১০ এর বিধি ১২ এর উপ বিধি ৩ (ক) যথাযথভাবে প্রতিপালিত হয়নি। তাই আপিলকারীর আপিল গ্রহণ করে ইউনুছ চৌধুরীর মনোনয়ন পত্র বাতিল করা হয়।
ইউনুছ চৌধুরীর আইনজীবী তাপস রক্ষিত জানান, আমরা জেলকোড মেনে রিটার্নিং কর্মকর্তার বেঁধে দেয়া সময়ের মধ্যেই হিসাব খুলে তা জমা দিয়েছি। আজকে জেলা নির্বাচন অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে রীট করার প্রস্ততি নিয়েছি। আমার মক্কেলের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি শক্তিশালী পক্ষ তার বিরুদ্ধে ষঢ়যন্ত্রে লিপ্ত হয়েছেন। আগামী ২৮ নভেম্বর পেকুয়া উপজেলার ৬ ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধপূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে ভরাট করা হচ্ছে গুনাগরি পাহাড়
পরবর্তী নিবন্ধবান্দরবানে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের আশ্বাস