মক্কা-মদিনায় প্রবল বন্যা, একাধিক অঞ্চলে রেড এলার্ট জারি

| শুক্রবার , ১০ জানুয়ারি, ২০২৫ at ১০:৩৯ পূর্বাহ্ণ

সামপ্রতিক বৃষ্টিপাতে সৌদি আরবে গুরুতর বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। মক্কা, মদিনা, রিয়াদসহ বিভিন্ন অঞ্চল এখন প্রবল প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত। দেশটির আবহাওয়া বিভাগের সতর্কতা বার্তা অনুযায়ী, পশ্চিম ও পূর্ব অঞ্চলে রেড এলার্ট এবং অন্যান্য অঞ্চলে কমলা স্তরের সতর্কতা জারি করা হয়েছে। বন্যার কারণে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে রাজধানী রিয়াদ, মধ্যাঞ্চল এবং দক্ষিণপশ্চিমাঞ্চলীয় দুই প্রদেশ আসির এবং জাজানে। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, দেশটির বেশ কয়েকটি অঞ্চল, যেমন রিয়াদ, জেদ্দা, আলবাহা, আসির এবং জাজান, পরিস্থিতির কারণে বেশি প্রভাবিত হতে পারে। খবর বাংলানিউজের।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৭.৩৯ কোটি টাকা
পরবর্তী নিবন্ধরাখাইনে জান্তা বাহিনীর বিমান হামলা, নিহত ৪০