৭ নং রাউজান সদর ইউনিয়নের সাবেক মেম্বার মকবুল আহমদ (৭৪) গত শুক্রবার রাত ১০টা ১০ মিনিটে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি… রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ ছেলে, ৪ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
গতকাল শনিবার সকাল ১১টায় পূর্ব রাউজান শামসুন নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে গাউসিয়া কমিটি চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি জমির হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আহসান হাবিব চৌধুরী হাসান, রাউজান উপজেলা উত্তরের সভাপতি অধ্যক্ষ ইলিয়াস নুরি, সাধারণ সম্পাদক ইয়াসিন হোসাইন হায়দরি শোক জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।