মওদুদ আহমদকে শেষ বিদায়

| শনিবার , ২০ মার্চ, ২০২১ at ১:৩৯ অপরাহ্ণ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদকে ফুলেল শ্রদ্ধায় শেষ বিদায় জানালেন বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের প্রতিনিধিরা। প্রয়াত এই রাজনীতিবিদের মরদেহ গতকাল শুক্রবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয় সবার শ্রদ্ধা নিবেদনের জন্য। পরে তার দীর্ঘদিনের কর্মস্থল সুপ্রিম কোর্টের প্রাঙ্গণে এবং নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তার জানাজায় অংশ নেয় হাজারো মানুষ।
বাংলাদেশের রাজনীতিতে আলোচিত চরিত্র মওদুদ আহমদ বিএনপির প্রতিষ্ঠাতা সদস্যদের একজন। জিয়াউর রহমানের সময়ে তিনি উপ প্রধানমন্ত্রী হয়েছিলেন, পরে এইচ এম এরশাদের সময়ে উপরাষ্ট্রপতির দায়িত্বও পালন করেন। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার সন্ধ্যায় মৃত্যু হয় তার। ৮১ বছর বয়সী এই রাজনীতিবিদ কিডনি ও ফুসফুসের জটিলতাসহ বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। খবর বিডিনিউজের।
বৃহস্পতিবার সন্ধ্যায় তার মরদেহ দেশে পৌঁছানোর পর রাতে কিছু সময় তার কফিন গুলশান এভিনিউয়ে তার বাসায় রাখা হয়। রাতে মরদেহ রাখা হয় এভারকেয়ার হাসপাতালের হিমঘরে। মওদুদের কফিন কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আসা হয় শুক্রবার সকাল ৯টায়। বেলা সাড়ে ১০টা পর্যন্ত সেখানে শ্রদ্ধা নিবেদন পর্ব চলে।
স্বামীর কফিনের পাশে বসে ছিলেন পল্লী কবি জসিমউদ্দীন কন্যা শোকগ্রস্ত হাসনা মওদুদ। মওদুদের ভায়রা তৌফিক ই এলাহী চৌধুরীও শ্রদ্ধা জানাতে এসেছিলেন শহীদ মিনারে।

পূর্ববর্তী নিবন্ধশুলকবহরে শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধসবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড বাংলাদেশ ৬৮তম