মইজ্যারটেকে দুই হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শনিবার , ১১ জানুয়ারি, ২০২৫ at ৫:২৫ পূর্বাহ্ণ

কর্ণফুলী থানাধীন মইজ্যারটেক মোড়স্থ চেকপোস্টে অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ মো. বেলাল উদ্দিন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

কর্ণফুলী থানার উপপরিদর্শক মো. মিজানুর রহমান জানান, কর্ণফুলী থানার মইজ্যারটেক মোড়স্থ চেকপোস্ট থেকে তল্লাশি চালিয়ে একজনকে ইয়াবাসহ আটক করা হয়েছে। তার কাছে তল্লাশি চাল্লিয়ে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে কর্ণফুলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঅনন্যা হাউজিং ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সভা আজ
পরবর্তী নিবন্ধহালিশহরে ৫০ কেজি গাঁজা ও ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক