বিভিন্ন ব্যাংকের চাকুরিচ্যুত কর্মকর্তাদের অবরোধে দীর্ঘ ৪ ঘণ্টা চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক অচল হয়ে পড়ে। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। সকাল সাড়ে ৮টা থেকে দুপুর প্রায় ১টা পর্যন্ত চাকুরি ফিরিয়ে দেয়ার দাবিতে তারা কর্ণফুলীর মইজ্জ্যার টেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও স্লোগান দিতে থাকেন। এ সময় কক্সবাজার থেকে ছেড়ে আসা ও কক্সবাজারগামী দূরপাল্লার পরিবহনসহ শত শত পরিবহন আটকা পড়ে। অফিসগামী যাত্রীসহ বিভিন্ন পরিবহনের যাত্রীরা মারাত্মক দুর্ভোগে পড়েন।
অবরোধকালে মহাসড়কের পটিয়ার ভেল্লাপাড়া, শাহ আমানত সেতুর উত্তর প্রান্ত ও পিএবি সড়কে দীর্ঘ ৩–৪ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। অনেক যাত্রী পরিবহন থেকে নেমে পায়ে হেঁটে তাদের গন্তব্যে যান। পরে কর্ণফুলী থানা পুলিশ, সেনাবাহিনীর টিম ও স্থানীয়রা তাদের সাথে কথা বলে দুপুর ১টার দিকে তাদের সরিয়ে অবরোধ তুলে নেয়।
অবরোধকারী চাকুরিচ্যুত ব্যাংক কর্মকর্তারা জানান, বিনা কারণে সোস্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংকের কর্মকর্তাদের একদিনের নোটিশে চাকুরি থেকে অপসারণ করা হয়েছে। এছাড়াও ইসলামী ব্যাংকের নিয়োগপত্র পাওয়া অনেক কর্মকর্তা–কর্মচারীর নিয়োগ বাতিল করে তাদের প্রতি অবিচার করা হয়েছে। তারা অবিলম্বে তাদের চাকুরিচ্যুতির বৈষম্যমূলক আদেশ প্রত্যাহার করে পুনর্বহালের দাবি জানান।
জানতে চাইলে কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন বলেন, সকাল সাড়ে ৮টা থেকে কয়েকটি ব্যাংকের কয়েকশ কর্মকর্তা–কর্মচারী মইজ্জ্যারটেকে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কথা বলে ও বুঝিয়ে তাদেরকে সড়ক থেকে সরিয়ে দেয়।