বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড. রানা দাশগুপ্ত বলেছেন, সকল ধর্মের মর্মবাণী হচ্ছে মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করা। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকবে হবে। তিনি বলেন, সকলে জাতিগত হিংসা, বিদ্বেষ ভুলে গিয়ে সৌভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে কল্যাণের পথে দেশ ও জাতিকে এগিয়ে নিতে হবে। সবাইকে ঐক্য থেকে দীর্ঘকালের মোহরা বাণী মিলন সংঘের ঐতিহ্য ধরে রাখতে হবে। তিনি ঐতিহ্যবাহী মোহরা বাণী মিলন সংঘের পুনর্মিলনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মিলন সংঘ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চান্দগাঁও থানার সভাপতি মতিলাল দেওয়ানজী। প্রধান বক্তা ছিলেন জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি সুকুমার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মহানগর পূজা পরিষদের সভাপতি আশীষ কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল, মহানগর পূজা পরিষদের সাবেক সভাপতি সাধন ধর। বক্তব্য রাখেন সঞ্জীব কুমার সিনহা, নাজিম উদ্দিন চৌধুরী, মোহাম্মদ জসিম উদ্দিন, খালেদ হোসেন খান মাসুক, অধ্যাপক দিলীপ কুমার চৌধুরী, ডা. বিপ্লব কুমার দেওয়ানজী, মনোজ দত্ত, শ্রীপতি রঞ্জন চৌধুরী, স্বপন ঘোষ, সমীর চৌধুরী, অ্যাড. শিবু চন্দ্র মজুমদার, সঞ্জয় চৌধুরী, সঞ্জীব নাথ, নিউটন কুমার মজুমদার, টুটুল নাথ, রানা মজুমদার, জনি চৌধুরী, অসিত চৌধুরী, ডা. সজল বৈদ্য, অসীম চৌধুরী মিন্টু, সমর দেব স্বপন, শানু বিশ্বাস চন্দন, পঙ্কজ চৌধুরী, ডা. সবুজ বৈদ্য, টিটন চৌধুরী, পীযুষ চৌধুরী বসু, বিকাশ চৌধুরী বাবু, আশিস দাশ, পীযূষ চৌধুরী জয়, শিবু ধর, সুমন সেন, যীশু চৌধুরী, রানা চৌধুরী, মিশু চৌধুরী, গোপন সেন, স্বপন সেন, রাজীব চৌধুরী, সাজু সেন, মিঠুন চৌধুরী, অর্ঘ্য সেন, রিমেল সেন, নিশান দে, নয়ন বৈদ্য, সুবল দে, ইমন, মিত্র, শুভ চৌধুরী, সদীপ বৈদ্য প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।