ভ্যালেন্সিয়াস সিক্রেটের সপ্তম আউটলেট গতকাল শুক্রবার উদ্বোধন করেছেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ৩১৫–বি–৪, বাংলাদেশের প্রাক্তন গভর্নর লায়ন কামরুন মালেক। এ সময় উপস্থিত ছিলেন, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল চট্টগ্রাম ডিস্ট্রিকের ১ম ভাইস জেলা গভর্নর লায়ন কহিনুর কামাল, ভ্যালেন্সিয়াস সিক্রেটের কর্ণধার বিশিষ্ট ব্যবসায়ী ও ফ্যাশন ডিজাইনার ওয়াহিদা জেসমিন, ক্লিফটন গ্রুপের সিইও ও বিজিএমইএর পরিচালক এবং লায়ন গভর্নর ইলেক্ট এমডিএম মহিউদ্দিন চৌধুরী। উল্লেখ্য, ২০০৫ সালে ভ্যালেন্সিয়াস সিক্রেটের সূচনা হয়, ২০০৫ সাল থেকে আজ অব্দি সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছে, যা আজকের ভ্যালেন্সিয়াস সিক্রেট হিসেবে সুপরিচিত।
ভ্যালেন্সিয়াস সিক্রেটের আইটেমসমূহ হচ্ছে ইম্পোর্টেড নাইটওয়্যার ও অন্তর্বাস পণ্য, স্পোর্টস ওয়্যার। এছাড়া নিজস্ব ডিজাইনে প্রস্তুতকৃত প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট পাওয়া যায় এখানে।
আউটলেট সমূহ হচ্ছে : যমুনা ফিউচার পার্ক, উত্তরার জম জম টাওয়ার, পুলিশ প্লাজা কনকর্ড, বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, রেংকিন স্ট্রিট ওয়ারী, প্রবর্ত্তক মোড়, ইকুইটি জি এফ ফরচুন মল। শীঘ্রই আরেকটি আউটলেট উদ্বোধন হতে যাচ্ছে হালিশহরস্থ মীরসরাই ভবনে। প্রেস বিজ্ঞপ্তি।












