কিছুদিন আগে ভারতের উত্তর প্রদেশের হাথরাস জেলায় ভোলে বাবার সৎসঙ্গ আয়োজনে অংশ নিয়ে পদদলিত হয়ে ১২১ জনের মৃত্যু হয়। ঘটনায় মামলা হয়। পাশাপাশি চলছে তদন্ত। কারা আয়োজনটি করেছিল তাদেরও খুঁজতে শুরু করে পুলিশ। জানা গেছে, সৎসঙ্গ আয়োজক দেবপ্রকাশ মধুকর নিজে থেকে পুলিশের কাছে ধরা দিয়েছেন। খবর বাংলানিউজের।
ডেকান হেরাল্ডসহ আন্তর্জাতিক কয়েকটি সংবাদমাধ্যম থেকে এ তথ্য পাওয়া গেছে। ডেকান হেরাল্ডের খবরে বলা হয়েছে, গতকাল গত শুক্রবার দেবপ্রকাশ মধুকর পুলিশের কাছে ধরা দেন। পদদলিত হয়ে ভক্তদের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় তার নাম ছিল। পুলিশের নথিভুক্ত একটি প্রাথমিক প্রতিবেদনেও মূল সন্দেহভাজন হিসেবে দেবপ্রকাশ মধুকরের নাম রয়েছে। গত মঙ্গলবার রাজ্যের হাতরাস জেলায় শিব স্মরণে ভোলেবাবার নামে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন ভোলে বাবা নিজেই। মূলত তার ভাষণ শুনতেই ভক্তরা সৎসঙ্গ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। ঘটনার পরপরই দিল্লিতে পালিয়ে গিয়েছিলেন মধুকর।
গতকাল গভীর রাতে তিনি দিল্লি পুলিশের হাতে ধরা দেন। তার বিরুদ্ধে অপরাধমূলক হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়েছিল। এমনকি তাকে গ্রেপ্তার করার জন্য যৌক্তিক তথ্য দিতে পারলে ১ লাখ টাকা পুরষ্কারও ঘোষণা করা হয়েছিল। মধুকরের আইনজীবী এ পি সিং এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি এও জানান, মুধকরকে দিল্লির কাছেই নাজাফগড় এলাকা থেকে পুলিশ হেফাজতে নিয়েছে।
পরে হাতরাস পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের হাতে তাকে তুলে দেওয়া হয়। তবে, পুলিশ এখনও মুধকরকে গ্রেপ্তারের ঘোষণা দেয়নি। তিনি বলেন, তাকে পুলিশ নিয়ে গেছে।