প্রচার সংখ্যায় কারচুপি ও প্রেস নিয়ে অসত্য তথ্য দেওয়ায় তিন দশকের পুরনো সংবাদপত্র দৈনিক ভোরের কাগজের সরকারি মিডিয়া তালিকাভুক্তি বাতিল করা হয়েছে। সমপ্রতি তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। সরকারের এই সিদ্ধান্তের ফলে দৈনিক ভোরের কাগজ সব মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, পরিদপ্তর, স্বায়ত্বশাসিত সংস্থা, সরকার নিয়ন্ত্রিত পাবলিক লিমিটেড কোম্পানি এবং জেলা, উপজেলা, পৌরসভা ও সিটি কর্পোরেশনসহ অন্যান্য স্থানীয় প্রশাসনের বিজ্ঞাপন এবং নিউজপ্রিন্ট কোটা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবে না। খবর বিডিনিউজের।
গত ২০ জানুয়ারি একটি নোটিস টানিয়ে ৩৩ বছরের পুরনো এই সংবাদপত্র বন্ধ ঘোষণা করা হয়েছিল। পরে জনবলের বড় একটি অংশ ছাঁটাই করে স্বল্প পরিসরে চলতে থাকে পত্রিকাটি। বেতনভাতা সম্পূর্ণ পরিশোধ না হওয়ায় বেশ কিছুদিন ধরে ছাঁটাই হওয়া কর্মীরা আন্দোলন করছেন। পত্রিকাটি বর্তমানে বিশেষ ব্যবস্থায় কয়েকশ কপি ছাপানোর মাধ্যমে সচল রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সরকারি চিঠিতে বলা হয়, গত ২০ জানুয়ারি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক ভোরের কাগজ সংবাদপত্রের অফিস এবং প্রেস চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের ৩ সদস্যের একটি পরিদর্শন টিম পরিদর্শন করে। পরিদর্শনকালে সংবাদপত্রের প্রধান কার্যালয় বন্ধের নোটিস দেখা যায় এবং অফিস বন্ধ পাওয়া গেছে। চিঠিতে বলা হয়, সংশ্লিষ্ট হামরাই প্রিন্টিং প্রেস পরিদর্শন করে দেখা যায়, সংবাদপত্রটি বন্ধ আছে। এরপর সংবাদপত্রটি কোথায় ছাপানো হয় তা ডিএফপিকে জানানো হয়নি।