ভোর রাতে ডাকাতি, নিয়ে গেছে কোরবানির চার পশু

বোয়ালখালী প্রতিনিধি | শনিবার , ৯ জুলাই, ২০২২ at ৮:১৩ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে কোরবানির জন্য ক্রয়কৃত চার পরিবারের ২টি গরু ও ২টি মহিষ নিয়ে গেছে ডাকাত দল। এ সময় ডাকাতদের মারধরে আরিফ নামে এক যুবক আহত হয়েছেন। পরে স্থানীয়রা ডাকাত দলকে ধাওয়া দিলে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে আতঙ্ক তৈরি করে চলে যায় তারা। গতকাল শুক্রবার ভোররাতে বোয়ালখালী পৌরসভার ৩ নং ওয়ার্ডের পূর্ব গোমদন্ডী নোয়া রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটেছে।
স্থানীয় পৌর কাউন্সিল শেখ আরিফ উদ্দিন জুয়েল বলেন, ডাকাত দল চার পরিবারের কেনা কোরবানির পশু ট্রাকে করে নিয়ে গেছে। অস্ত্রধারী ডাকাত দলের সদস্যরা মুখোশ পরিহিত ছিলো। তিনি বলেন, ডাকাতরা গুরু মিয়া বাড়ির নুরুল আমিনের ৫৬ হাজার টাকা দামের ১টি গরু, হামিদ মেম্বারের বাড়ির আবদুল কাদেরের ১ লাখ ১০ হাজার টাকা দামের ১টি গরু, কাশেম মাস্টারের বাড়ির মো. লোকমানের ১ লাখ ২৫ হাজার টাকা দামের ১টি মহিষ ও একই বাড়ি মো. আকতারের ১ লাখ ৫০ হাজার টাকা দামের ১টি মহিষ নিয়ে গেছে।
গরুর মালিক নুরুল আমিন বলেন, রাতে সেহেরি খেতে উঠে দেখি গরু নেই। পরে খুঁজতে গিয়ে আরেকটি ঘরে ডাকাতির সময় তাদের (ডাকাত) মুখোমুখি হয়ে হই। এ সময় ডাকাত দল আমাকে অস্ত্র তাক করে ধরে। পরে আমি কৌশলে পালিয়ে গেলেও আমার ভাইয়ের ছেলে আরিফকে বেধড়ক মারধর করে আহত করে। পরে স্থানীয়রা তাদের ধাওয়া দিলে মিনিট্রাকটি নিয়ে ডাকাত দল পালিয়ে যায়। এ সময় দুই রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে ডাকাতরা।
খবর পেয়ে বোয়ালখালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক। তিনি বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধবদলে গেছে ৫০ শয্যার পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে এবার ঈদে কম হতে পারে পর্যটক