ভোটের দিন মোহরায় পুলিশের সাথে সংঘর্ষ, ১২ বিএনপি নেতা গ্রেফতার

আজাদী অনলাইন | সোমবার , ৮ জানুয়ারি, ২০২৪ at ৮:৪৩ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর মৌলভী পুকুর পাড় এলাকায় ভো‌টের দিন রাস্তায় ককটেল বিস্ফোরণ, গাড়ী ভাংচুর ও টায়ারে আগুন দিয়ে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির ঘটনায় ৪৫ জনের বিরু‌দ্ধে চান্দগাঁও থানায় মামলা হ‌য়ে‌ছে। এ ঘটনায় আজ সোমবার ১২জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

সোমবার (৮ জানুয়ারি) চান্দগাঁও থানায় The Special Power Act, 1974 Sec 15(3) তৎসহ ১৯০৮ সনের বিস্ফোরক আইনের ৩ ধারায় এ মামলা করা হয়।

এর আ‌গে ৭ জানুয়ারি (রবিবার) চান্দগাঁও থানাধীন মৌলভী পুকুর পাড়স্থ আল হেকমত ইন্টারন্যাশনাল স্কুলের সামনে পাকা রাস্তায় এই পুলিশের সাথে বিএনপির এ সংঘর্ষের ঘটনা ঘ‌টে।

থানা সূ‌ত্রে জানা যায়, চলমান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ বানচালসহ সাধারণ ভোটারদের কেন্দ্রে আসতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ভোট কেন্দ্রে প্রবেশ করে দরজা, জানালা ভাঙচুর, রাস্তায় ককটেল বিস্ফোরণ, রাস্তায় গাড়ী ভাংচুর ও রাস্তায় টায়ারে আগুন দিয়ে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করতঃ নাশকতা করে জনমনে ভীতি সৃষ্টি, ষড়যন্ত্র ও অর্ন্তঘাতমূলক কর্মকান্ড করার অ‌ভি‌যো‌গে ৪৫ জনের উ‌ল্লেখসহ অজ্ঞাতনামা ২০০/২৫০ জনকে আসামি ক‌রে মামলা করা হ‌য়ে‌ছে।

বিষয়টি নিশ্চিত করে চান্দগাঁও থানার ও‌সি জা‌হেদুল ক‌বির দৈ‌নিক আজাদীকে ব‌লেন, গ্রেফতার সবাই বিএন‌পি নেতাকর্মী। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু