ভোটের দিন ইপিজেডের সব কারখানায় ছুটি

আজাদী অনলাইন | মঙ্গলবার , ২৬ জানুয়ারি, ২০২১ at ১২:৩৭ অপরাহ্ণ

আগামীকাল বুধবার (২৭ জানুয়ারি) চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন। এ উপলক্ষে নগরের দুইটি রফতানি প্রক্রিয়াকরণ এলাকার (ইপিজেড) সব কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াকরণ এলাকার (সিইপিজেড) মহাব্যবস্থাপক মশিউদ্দিন বিন মেজবাহ বলেন, আমাদের ১৫৪টি কারখানার মধ্যে ১৩৪টি অপারেশনে রয়েছে। এসব কারখানায় প্রায় পৌনে ২ লাখ কর্মী কাজ করেন। চসিক নির্বাচনের দিন বুধবার সব কারখানা বন্ধ থাকবে।- বাংলানিউজ
কর্ণফুলী রফতানি প্রক্রিয়াকরণ এলাকার মহাব্যবস্থাপক মোহাম্মদ এনামুল হক বলেন, আমাদের ৫১টি কারখানার মধ্যে ৪৩টি কারখানা অপারেশনে রয়েছে। চসিক নির্বাচনের দিন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আমরা সব কারখানায় ছুটির সার্কুলার জারি করেছি।
তিনি জানান, এ ইপিজেডের বিভিন্ন কারখানায় ৭০ হাজার কর্মী চাকরি করেন।

পূর্ববর্তী নিবন্ধসাগরিকা এলাকায় আগুনে পুড়ল ঝুট কাপড়ের গুদাম
পরবর্তী নিবন্ধকাউন্সিলর হাজারীর শেষ মূহুর্তের প্রচারণায় জনসাধারণের ঢল