ভোটের আগেরদিন ফুরফুরে মেজাজে রেজাউল

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৭ জানুয়ারি, ২০২১ at ৬:৩৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের আগেরদিন গতকাল মঙ্গলবার সকাল থেকে সারাদিন ফুরফুরে মেজাজে ছিলেন আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। বহদ্দারহাটস্থ নিজ বাসভবনে তিনি নেতাকর্মীদের নিয়ে সময় কাটান। এসময় তিনি প্রচার প্রচারণায় নিরলস পরিশ্রম করার জন্য নেতাকর্মীদের ধন্যবাদ জানান এবং ভোটের দিন সকালে নৌকায় নিজেদের ভোট দিয়ে পরিবার পরিজন ও প্রতিবেশীদের ভোট দিতে কেন্দ্রে আসতে উদ্বুদ্ধ করার আহ্বান জানান। এছাড়া অবাঞ্ছিত কেউ যাতে কোনো গন্ডগোল করতে না পারে সেদিকে সচেতন থাকার নির্দেশ দেন। পাশাপাশি নির্বাচনী বিধি মেনে কেন্দ্রের অদূরে নেতাকর্মীদের সারাদিন শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখার প্রতি জোর দেন।
পরে বিভিন্ন মিডিয়ার সংবাদকর্মীদের জানান, উন্নয়ন, সেবা ও আন্তরিকতার জবাবে চট্টগ্রামবাসী নৌকায় ভোট দিতে মুখিয়ে আছেন। তিনি নৌকার বিজয়ে শতভাগ আশাবাদ ব্যক্ত করেন। এসময় সাংবাদিকরা বিএনপি নেতাদের বিভিন্ন অভিযোগের ব্যাপারে তার দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, তারা জনরায়কে ভয় পায়। তাই নানা অজুহাতে নির্বাচন বানচাল করতে চায়। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়। তিনি অভিযোগ করে বলেন, প্রচারণাকালে তারা আমাদের পোস্টার ছিঁড়েছে, নির্বাচনী অফিস ভাঙচুর করেছে, এমনকি আমাদের কর্মীদের উপর হামলা চালিয়েছে এবং আমাদেরকে উত্যক্ত করার চেষ্টা করেছে। তারা চেয়েছিল একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচনকে বানচাল করতে। কিন্তু আমাদের নেতাকর্মীরা ধৈর্য ধারণ করেছেন, শান্ত থেকেছেন। তাদের পাতানো ফাঁদে পা দেননি। এখনো তারা ভিত্তিহীন অভিযোগ তুলে নির্বাচন বানচালের চেষ্টা চালাচ্ছেন।
এসময় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন, সহ সভাপতি এডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আলতাফ হোসেন বাচ্চু, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক চন্দন ধর, উত্তর জেলা আ. লীগ নেতা এটিএম পেয়ারুল ইসলাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুল কাদের সুজন, কৃষক লীগের সভাপতি মো. আতিকুর রহমান, চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ তার বাসভবনে উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধকোথায় ভোট দেবেন প্রধান দুই মেয়র প্রার্থী
পরবর্তী নিবন্ধভোটকেন্দ্রে কঠোর নিরাপত্তায় পৌঁছে গেছে নির্বাচনি সরঞ্জাম