ভোটের অধিকার কেড়ে নিয়েছে সরকার : শামীম

কাউন্সিলের মাধ্যমেই হবে নগরীর সব ইউনিটের কমিটি : শাহাদাত

| মঙ্গলবার , ২৮ সেপ্টেম্বর, ২০২১ at ৬:৩৪ পূর্বাহ্ণ

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সরকার অন্যায়ভাবে সাজা দিয়ে কারাবন্দি করে রেখেছে। সারাদেশে বিএনপি নেতাকর্মীদের উপর সরকার মামলা, হামলা, গুম ও খুন নির্যাতন চালাচ্ছে। মানুষের ভোটের অধিকার, কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এর থেকে উত্তোরণের জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। দেশের মানুষ এখন আওয়ামী ফ্যাসিবাদ থেকে মুক্তি চায়। গতকাল সোমবার বিকালে নগরীর আগ্রাবাদ সিডিএ আবাসিকের ২২ নং রোড়স্থ মো. হোসেনের বাসভবনের সামনে ডবলমুরিং থানা বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান বক্তার বক্তব্যে মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেন, বর্তমানে দেশের নতুন ও শিক্ষিত প্রজন্ম পরিবর্তন চায়। ইতোমধ্যে বিএনপির রাজনীতিতেও পরিবর্তন শুরু হয়েছে। আন্দোলন সংগ্রামে যাদের ভূমিকা আছে তাদেরকে যোগ্য পদে দায়িত্ব দেয়া হবে। কাউন্সিলের মাধ্যমেই নগরীর সব ইউনিটের কমিটি গঠন করা হবে। বিশেষ অতিথির বক্তব্যে মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, আওয়ামী লীগ সরকারের অধীনে অতীতে কোন নির্বাচন সুষ্ঠু হয়নি, ভবিষ্যতেও হবে না। বর্তমান সরকারকে ক্ষমতায় রেখে তামাশার নির্বাচন মানুষ মেনে নিবে না।
ডবলমুরিং থানা বিএনপির সভাপতি সাবেক কাউন্সিলর মো. সেকান্দরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজী বাদশা মিয়ার পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির সি. যুগ্ম আহ্বায়ক এম.এ আজিজ, যুগ্ম আহবায়ক এস.এম সাইফুল আলম, নাজিমুর রহমান, ইয়াছিন চৌধুরী লিটন, ইস্কান্দার মির্জা, নিয়াজ মো. খান, মো. কামরুল ইসলাম। আরও বক্তব্য রাখে মাহবুবুল হক, ইকবাল হোসেন, মোস্তাফিজুর রহমান ভুলু, আবদুল মাবুদ, বুলবুল আহম্মদ, ফাতেমা বাদশা, মো. হোসেন, শামসুল আলম, মো. জাহেদ, নুর উদ্দীন সোহেল, ইকবাল হোসেন, ফয়েজুল ইসলাম, মো. মহসিন, এস এম ফরিদুল আলম, এস এম জামাল উদ্দীন জসিম, সাধারণ সম্পাদক মন্‌জুর মিয়া, জিয়াউর রহমান জিয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসনাতন ধর্মাবলম্বীদের সাথে মনজুর আলমের মতবিনিময়
পরবর্তী নিবন্ধহাসান মাহমুদ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ