ভোটারদের ভোটদান নিশ্চিত করতে প্রশাসন সচেষ্ট থাকবে

লোহাগাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সভায় বক্তারা

| মঙ্গলবার , ২৮ নভেম্বর, ২০২৩ at ৯:১৭ অপরাহ্ণ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাশকতাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। নির্বাচনে নাশকতা করতে নির্বাচনকে বানচাল করতে একটি গোষ্ঠি ষড়ষন্ত্র করবে তাই সবাইকে সচেতন থাকতে হবে।

নির্বাচনে ভোটাররা যাতে নির্বিঘ্নে তাদের পছন্দের প্রার্থীকে কোন ধরনের বাঁধা বিঘ্ন ছাড়াই ভোট দিতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করার মাধ্যমে ভোটাধিকার নিশ্চিত করতে প্রশাসন সচেষ্ট থাকবে বলে জানিয়েছেন বক্তারা।

মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে লোহাগাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভায় উপরোক্ত কথাগুলো বলেন বক্তারা।

সভায় প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল।

লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ ইনামুন হাছানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুন লায়েল, লোহাগাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাশেদুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এম ইব্রাহীম কবির, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড এর ডেপুটি কমান্ডার আবদুল হামিদ বেঙ্গল, বীর মুক্তিযোদ্ধা রফিক দিদার, উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুল শুক্কুর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মাহবুব আলম শাওন ভুঁইয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী ইফরাত বিন মুনীর, উপজেলা জনস্বাস্থ্য উপ-প্রকৌশলী মাহবুবুল হাসান, উপজেলা আনসার ও প্রতিরক্ষা কর্মকর্তা ফয়েজুন্নেছা, লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারি সার্জন ডাঃ সোহেল চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি নিবাস দাশ সাগর, বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া, লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যান নুরুচ্ছাফা চৌধুরী, পদুয়া ইউপি চেয়ারম্যান হারুনর রশিদ, পু্ুটিবিলা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিক, আধুনগর ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন, কলাউজান ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এম এ ওয়াহেদ, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোসলেহ উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাস্টার এসকে সামশুল আলম প্রমুখ।

এছাড়াও উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ অন্যারাও উপস্থিত ছিলেন।

এসময়, উপজেলার বটতলী স্টেশনের যানজট নিরসনে সকলকে সচেতন করা। বটতলী স্টেশনকে সিসি ক্যামেরায় আওতায় নিয়ে আসা। সকল জনপ্রতিনিধিদের কে সচেতন হওয়ার অনুরোধ জানানো। আইন শৃঙ্খলা অবনতি যাতে না হয় এ বিষয়ে সচেতন সজাগ থাকতে। অবৈধ বালু উত্তোলন বন্ধ করা সহ সিসি ক্যামেরার মাধ্যমে অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানানো হয়।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে মাদক ও চোরাচালানের বিরোধে পিটিয়ে হত্যা : ৩ জন গ্রেফতার
পরবর্তী নিবন্ধ২৪ দিন পর সেই ‘পরীর’ চিরবিদায়