চসিক নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শনে এসেছেন আওয়ামী লীগের চসিক নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। গতকাল বুধবার সকাল ১০টা ৩৫ মিনিটের দিকে সিডিএ পাবলিক স্কুল ও কলেজ কেন্দ্র পরিদর্শনে আসেন তিনি। তবে তিনি কেন্দ্রের ভেতরে প্রবেশ করেননি। বাইরে থেকে ঘুরে চলে যান। এসময় নির্বাচন নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। সিডিএ পাবলিক স্কুল ও কলেজ কেন্দ্রের বাইরে দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এসএম বোরহান উদ্দীনকে নেতাকর্মীসহ অবস্থান করতে দেখা গেছে। খবর বাংলানিউজের।
এদিকে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন চসিক নির্বাচনের ভোটকেন্দ্র পরিদর্শনে এলে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন বায়েজিদ থানা যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক মাকছুদ চৌধুরীসহ নেতারা। ৪২ নম্বর নাসিরাবাদ ওয়ার্ডের পলিটেকনিক্যাল ভোট কেন্দ্র পরিদর্শনে আসেন তিনি। ইঞ্জিনিয়ার মোশাররফকে মুজাফর নগর নৌকা প্রতীকের নির্বাচনী অফিস পরিচালনা কমিটির প্রধান মাকছুদ চৌধুরী পলিটেকনিক্যাল কেন্দ্রে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, ভোটকেন্দ্রের বাইরে শান্ত পরিস্থিতি ও সকলে নির্বিঘ্নে ভোট দেওয়ার বিষয়ে অবগত করেন। এ সময় উপস্থিত ছিলেন পলিটেকনিক্যাল ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোরশেদ আলম চৌধুরী, শাহাদাতুল ইসলাম, ফয়েজ মো. আমিন প্রমুখ।