ভোটকেন্দ্র দখল করতে গেলে পরিবার থেকে বিদায় নিয়ে আসবেন : চট্টগ্রামে জামায়াত নেতা

‎মীরসরাই প্রতিনিধি | বৃহস্পতিবার , ২২ জানুয়ারি, ২০২৬ at ৯:২৯ অপরাহ্ণ

ভোটকেন্দ্র দখল প্রসঙ্গে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসান উল্লাহ ভূঁইয়া বলেছেন, “আমরা ভোটকেন্দ্র দখল করতে যাবো না। তবে যারা ভোটকেন্দ্র দখল করতে চাইবে, তাদের পরিবার থেকে বিদায় নিয়েই বের হতে হবে।”

‎তিনি আরও বলেন, “মা-বোন, ছেলে-মেয়ে সবার কাছ থেকে শেষ সালাম নিয়ে তারপর ভোটকেন্দ্রে আসতে হবে। আমরা কাউকে আঘাত করতে চাই না। কিন্তু ব্যালট বাক্সে হাত দিতে দেওয়া হবে না। কেউ যদি ব্যালট বাক্সে হাত দেয়, তাহলে সেই হাত শরীর থেকে আলাদা করে ফেলা হবে।”

‎বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম-১ মীরসরাই আসনে নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন। ১০ দলীয় জোটের জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট ছাইফুর রহমানের দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে পৌর সদরের উষা মাঠে এ সমাবেশের এসব কথা বলেন।

‎সমাবেশে প্রধান বক্তা জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ছাইফুর রহমান বলেন, ‘দীর্ঘ ত্যাগ ও সংগ্রামের বিনিময়ে আমরা আমাদের প্রিয় দাঁড়িপাল্লা প্রতীক ফিরে পেয়েছি। আপনারা জানেন, দাঁড়িপাল্লা শুধু একটি প্রতীক নয়—এটি এ দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি, যা বরাবরই জনমনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। আজ এ দেশের মানুষ দাঁড়িপাল্লায় ভোট দিতে মুখিয়ে আছে। আমরা বিজয়ের একেবারে দ্বারপ্রান্তে পৌঁছে গেছি। এখন শুধু সময়ের অপেক্ষা।’

‎বাংলাদেশ শিক্ষক ফেডারেশন চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি অধ্যক্ষ নুরের নবীর সভাপতিত্বে ও জোরারগঞ্জ থানা জামায়াতের আমির নুরুল হুদা হামিদীর সঞ্চালনায় বিশেষ বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের অ্যাসিসট্যান্ট সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম, চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ ইউসুফ বিন আবু বকর, চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক বোরহান উদ্দিন, মীরসরাই উপজেলা জামায়াতের আমির নুরুল কবির, এনসিপি নেতা অধ্যাপক আশরাফুল ইসলাম, খেলাফত মজলিস নেতা মফিজুল ইসলাম সিদ্দিকী, মীরসরাই উপজেলা শিবিরের সভাপতি সাকিব হোসাইনসহ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধনির্মাণাধীন ভবন থেকে মাথায় লোহা পড়ে বাঁশখালীর যুবকের মৃত্যু
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে যুবকের দেহ থেকে বিচ্ছিন্ন হাত-পা উদ্ধার