ভোট শেষ, নতুন প্রধানমন্ত্রীর অপেক্ষায় যুক্তরাজ্য

| সোমবার , ৫ সেপ্টেম্বর, ২০২২ at ৬:৩৪ পূর্বাহ্ণ

যুক্তরাজ্যের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির নেতৃত্বের দৌড়ে ভোটাভুটি শেষ হয়েছে স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায়। আজ সোমবার ঘোষণা করা হবে কনজারভেটিভ পার্টির নেতার নাম। তিনিই হবেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী। প্রায় দুমাস ধরে চলা প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ে দুই প্রার্থীর মধ্য থেকে একজনকে বেছে নিতে শুক্রবার ভোট হয়েছে। এই দুই প্রার্থী হলেন পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস এবং সাবেক চ্যান্সেলর ঋষি সুনাক। দুই জনের মধ্যে লিজ ট্রাসই প্রধানমন্ত্রী হতে পারেন বলে মনে করা হচ্ছে। জনমত জরিপে সমপ্রতি ঋষি সুনাকের চেয়ে লিজ ট্রাসকেই অনেক বেশি এগিয়ে থাকতে দেখা গেছে। খবর বিডিনিউজের।
সুনাক পার্লামেন্টে কনজারভেটিভ এমপিদের পছন্দের প্রার্থী হলেও দলের প্রায় দুই লাখ টোরি ভোটারের অধিকাংশ ট্রাসের দিকেই ঝুঁকে। ভোটের আগে থেকেই দুই প্রতিপক্ষ প্রার্থী দেশজুড়ে প্রচার চালিয়েছেন। টেলিভিশনে তিনটি বিতর্কে মুখোমুখি হয়েছেন। ভোট শেষ হওয়ার পরও আশা ছাড়েননি কেউই। লিজ ট্রাস বিরাট ব্যবধানে জয়ী হতে চলেছেন বলে ধারণা করা হলেও সুনাক এখনও হাল ছাড়েননি। টুইটে এক পোস্টে সুনাক লিখেছেন, ভোটাভুটি শেষ। আমার সব সহকর্মী, প্রচার দল এবং আরও যারা আমার সঙ্গে দেখা করেছেন, আমাকে সমর্থন করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। সোমবার দেখা হবে। এর আগে রোববার শেষ মুহূর্তে দিনশেষে বিবিসি ওয়ানে সরাসরি প্রশ্নোত্তর পর্বে অংশ নেওয়ার কথা রয়েছে ঋষি সুনাক ও লিজ ট্রাস দুইজনেরই। সরাসরি সমপ্রচারিত অনুষ্ঠানে তাদেরকে প্রশ্ন করবেন উপস্থাপক লরা কুয়েন্সবার্গ।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৩৫.৯১ কোটি টাকা
পরবর্তী নিবন্ধব্রিটিশরা যখন পয়সার হিসাব কষছে, ইউক্রেন গুনছে মৃতদেহ