চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী গতকাল সকালে নগরীর বহদ্দারহাটের এখলাছুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন। এ সময় মেয়র বলেন, সুষ্ঠু ও অবাধ নির্বাচনে ভোট দিয়েছি। নাগরিকদের বলব– গণতন্ত্র সমুন্নত রাখতে, উন্নয়নের ধারাকে বেগবান করতে ভোট দিন। আপনাদের সমর্থনে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি আরো দৃঢ়ভাবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে এগিয়ে যাবে। প্রেস বিজ্ঞপ্তি।