যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন ও তার স্ত্রী জিল বাইডেন আগাম ভোট দিয়েছেন। প্রেসিডেন্ট নির্বাচনের ছয় দিন আগে বুধবার নিজ রাজ্য ডেলাওয়ারের উইলমিংটনে আগাম ভোট দিয়েছেন তারা। এর আগে, গত শনিবার ফ্লোরিডা অঙ্গরাজ্যের নিজ গলফ ক্লাবের সামনে আগাম ভোট দেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের এবারের নির্বাচনে আগাম ভোটের রেকর্ড হয়েছে। এখন পর্যন্ত ৭ কোটি ৪০ লাখ মানুষ আগাম ভোট দিয়েছেন।
আগাম ভোট দেয়ার পর জো বাইডেন জোর দিয়ে বলেছেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে প্রথম দিন থেকেই করোনাভাইরাস মহামারি মোকাবিলায় ব্যবস্থা নেবেন। তবে সতর্ক করে দিয়ে বলেছেন, এই মহামারির অবসানে তার হাতে কোনও যাদুর সুইচ নেই।
যুক্তরাষ্ট্রের ইলেকশন প্রজেক্টের প্রশাসক ও ইউনিভার্সিটি অব ফ্লোরিডার অধ্যাপক মাইকেল ম্যাক ডোনাল্ড আগাম ভোটের এই উচ্চ হারের ব্যাপারে ভবিষ্যদ্বাণী করে বলেছেন, এবারের নির্বাচনে ১৫ কোটি আগাম ভোট পড়তে পারে; যা দেশটির মোট ভোটের প্রায় ৬৫ শতাংশের সমান। আর আগাম ভোটের এই হার ১৯০৮ সালের পর সর্বোচ্চ।