ভোট দিয়ে বাড়ি ফেরার পথে বৃদ্ধের মৃত্যু

মীরসরাই প্রতিনিধি | রবিবার , ৭ জানুয়ারি, ২০২৪ at ২:৩৮ অপরাহ্ণ

চট্টগ্রাম-১ মীরসরাই আসনে ভোট দিয়ে বাড়ি ফেরার পর করিম উল্লাহ (৮৮) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

রোববার (৭ জানুয়ারি) সকালে ভোট দিয়ে বাড়ি ফেরার পথে অসুস্থ্য হয়ে তিনি মারা যান। করিম উল্লাহ উপজেলার ইছাখালী ইউনিয়নের হাসনাবাদ গ্রামের আলি নেওয়াজ সওদাগর বাড়ির বাসিন্দা।

স্বজন ও প্রতিবেশীরা জানান, করিম উল্লাহ সকালে ঝুলনপোল বেনি মাধব উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। এরপর বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। আগে থেকেই অসুস্থ ছিলেন তিনি।

৬নং ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ানম্যান নুরুল মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, লোকটা অসুস্থ ছিল হাসপাতালে যাওয়ার পথে মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম-১ আসনে ১০৬টি কেন্দ্র রয়েছে। এখানে মোট ভোটার ৩ লাখ ৬৬ হাজার ৫২৫ জন। এদের মধ্যে পুরুষ ১ লাখ ৮৮ হাজার ৭৪১ জন ও নারী ১ লাখ ৭৭ হাজার ৭৮২ জন।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় ভোট কেন্দ্রে বিশৃঙ্খলার অভিযোগে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক গ্রেফতার
পরবর্তী নিবন্ধভোট দিয়ে বাড়ি ফেরা হলোনা বৃদ্ধার, ট্রেনে কাটা পড়ে মৃত্যু