ভোট ডাকাতি ঠেকাতে এখন থেকে প্রস্তুতি নিতে হবে

৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডে শাহাদাত

| বৃহস্পতিবার , ১২ নভেম্বর, ২০২০ at ৬:২১ পূর্বাহ্ণ

মহানগর বিএনপির সভাপতি ও চসিক মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেছেন, বর্তমান সরকার রাষ্ট্রের প্রতিটি অঙ্গকে বিকলাঙ্গ পরিণত করেছে। সরকারের প্রতি জণগণের আস্থা নেই। তাদের বিদায়ের ঘন্টা বেজে উঠেছে। সারাদেশের মানুষ তাদের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছে। দেশের গণতন্ত্র আজ নির্বাসিত। আপনার আমার ভোট যাতে করে আর কেউ ডাকাতি করতে না পারে সেজন্য এখন থেকে আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে।
তিনি গতকাল বুধবার ৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ড বিএনপি আয়োজিত করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রধান বক্তা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে ধ্বংস করার মাধ্যমে ভোটাধিকার ও মানুষের নূন্যতম বেঁচে থাকার অধিকারকে কেড়ে নিয়েছে। ৩৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আশরাফ উদ্দীনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মজিবুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর পুত্র ইসরাফিল মাহমুদ চৌধুরী, যুগ্ম সম্পাদক ইয়াছিন চৌধুরী লিটন, গাজী মো. সিরাজ উল্লাহ, কামাল উদ্দিন, নুরুজ্জামান, সরফরাজ কাদের রাসেল, হানিফ সওদাগর, মোহাম্মদ সেলিম, সেলিম উদ্দিন শাহিন, রোকন উদ্দিন মাহমুদ। বক্তব্য দেন, মোজাদ বারেক, শাহজাহান, জাবেদ আনসারী, মোহাম্মদ আলী, ইমরান খান, জসিম উদ্দিন, মিজানুর রহমান, মোহাম্মদ শরীফ, নওশাদ, নুর উদ্দিন মুন্না, রাশেদুজ্জামান রাসেল, জাহেদ আনসারী আকিব জাভেদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকতে হবে
পরবর্তী নিবন্ধহাজী মোস্তফা বেগম যুব ফাউন্ডেশনের সেলাই প্রশিক্ষণ কর্মসূচি