বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের মানুষের মৌলিক অধিকারের মধ্যে ভোটাধিকার হচ্ছে অন্যতম অধিকার। ভোট হচ্ছে গণতন্ত্রের বাহক। ভোট ছাড়া কোনো গণতন্ত্র হতে পারে না। ভোটের মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করে, সাংবিধানিক অধিকার সে ভোটের মধ্যে প্রকাশ করে। গতকাল বুধবার বিকালে ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্টের আইনজীবী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সরকারের পদত্যাগের দাবিতে বিএনপির একদফা দাবির সমর্থনে ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট চট্টগ্রামের উদ্যোগে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অডিটোরিয়ামে এই সমাবেশের আয়োজন করা হয়।
ল’ইয়ার্স ফ্রন্টের আহ্বায়ক সাবেক পিপি অ্যাড. আবদুস সাত্তারের সভাপতিত্বে ও প্রধান সমন্বয়কারী অ্যাড. জহুরুল আলমের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্টের কেন্দ্রীয় আহ্বায়ক অ্যাড. জয়নুল আবেদীন, যুগ্ম আহ্বায়ক অ্যাড. সুব্রত চৌধুরী, বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য অ্যাড. এ এস এম বদরুল আনোয়ার, বাংলাদেশ ইসলামিক ল’ইয়ার্স কাউন্সিলের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. জসীম উদ্দীন সরকার, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. নাজিম উদ্দীন চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্যে অ্যাড. জয়নুল আবেদীন বলেন, আওয়ামী লীগ দেশের সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। সর্বশেষ কাঁচা মরিচকেও সিন্ডিকেট করে খেয়ে ফেলেছে। ওবায়দুল কাদের আগে বলতেন, খেলা হবে, এখন কিন্তু আর বলেন না। এখন আবার নতুন করে করে বলা শুরু করেছে, তত্ত্বাবধায়কের কথাতো বিদেশিরা বলে নাই। শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। শেখ হাসিনাকে অবশ্যই পদত্যাগ করতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, দেশ এখন সংকটকাল পার করছে। সরকারের পদত্যাগের দাবিতে সমগ্র জাতি আজ ঐক্যবদ্ধ হয়েছে।
বিশেষ অতিথির বক্তব্যে অ্যাড. জসীম উদ্দীন সরকার বলেন, দেশে আইনের শাসন আজ ভূলুণ্ঠিত। বর্তমান অবৈধ সরকার জোর করে ক্ষমতায় বসে আছে। সারা বাংলাদেশকে কারাগারে পরিণত করা হয়েছে। শেখ হাসিনার অধীনে আমরা কোনো নির্বাচনে যাব না। সংসদ ভেঙে দিতে হবে। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির এডহক কমিটির আহ্বায়ক অ্যাড. মহসিন রশিদ খান, ল’ইয়ার্স ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাড. জগলুল হায়দার আফ্রিক, সমন্বয়ক অ্যাড. সৈয়দ মামুন মাহমুদ, ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক অ্যাড. মো. আলী, অ্যাড. শামসুল হক, অ্যাড. মো. শাহাদাত, ল’ইয়ার্স কাউন্সিলের যুগ্ম আহ্বায়ক অ্যাড. একেএম রেজাউল করিম, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. এনামুল হক, ল’ইয়ার্স ফ্রন্টের সদস্য অ্যাড. রফিক আহমেদ, অ্যাড. আব্দুস সাত্তার সারোয়ার, অ্যাড. মুফিজুল হক ভূঁইয়া, অ্যাড. হাসান আলী চৌধুরী, সমন্বয়কারী অ্যাড. এইচ এম জাহিদ হোসেন, অ্যাড. নেজাম উদ্দিন, অ্যাড. ইফতেখার হোসেন চৌধুরী মহসিন, অ্যাড. হায়দার মো. সোলায়মান প্রমূখ। প্রেস বিজ্ঞপ্তি।