চট্টগ্রাম–৮ আসন উপনির্বাচনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী অধ্যক্ষ আল্লামা স উ ম আবদুস সামাদ গতকাল বুধবার বোয়ালখালীর পোপাদিয়া ইউপির হাওলা, অন্নপূর্ণ হাট, ঈশ্বর ভট্টের বাজার, হাবীবুল্লাহ শাহ মাজার, বাদামতল, গোরস্তানের টেক, সৈয়দপুর স্কুল, টেম্পো স্টেশন, ফজল ফকিরের মাজার, বাঘ্যের টেক, নুরুল হকের দোকান, মীনা গাজীর মাজার, ইমাম নগর এলাকায় মোমবাতি প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন, এম সোলায়মান ফরিদ, অধ্যাপক আবুল মনছুর দৌলতি, স ম এনামুল হক, ওবাইদুল হক হক্কানী, এম জসীম উদ্দীন, এস এম ফখরুদ্দীন, কাজী জলিল, কাজী মিজানুল কাদের, কে এম শামসুল আলম, এস এম মোদ্দাচ্ছের, মামুন মেম্বার, আবদুল্লাহ আল জাবের, আরিফুল ইসলাম, মাস্টার জাহাঙ্গীর, শাহ আলম, নুরল আলম, আমানত, দেলোয়ার হোসেন আনিস, শওকত হোসাইন ফারুকী, জাহাঙ্গীর আলম, ওসমান গণি, ফোরকান কাদেরী প্রমুখ। গণসংযোগকালে অধ্যক্ষ সামাদ বলেন, মোমবাতির বিজয় হলে সুবিধা বঞ্চিত অবহেলিত মানুষের বিজয় হবে। এজন্য সম্মিলিতভাবে পেশী শক্তির চোখ রাঙানিকে উপেক্ষা করে ভোট কারচুপির চেষ্টাকে প্রতিহত করতে হবে। আদর্শের নিকট পরাজিতদের অস্ত্র সন্ত্রাস। বোয়ালখালীবাসী সন্ত্রাসীদের বিরুদ্ধে অবস্থান নেবে। নারী শিক্ষার উন্নয়নে অনুন্নত এলাকায় মহিলা কলেজ ও মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠা করব। প্রেস বিজ্ঞপ্তি।












