দ্রব্যমূল্যের উপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই বলে দাবি করেছেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মোস্তাক আহমদ খান। ভোজ্য তেলসহ অন্যান্য ভোগ্যপণ্যের দাম বাড়ায় সাধারণ মানুষ কষ্ট পেলেও সরকার এসব নিয়ে ভাবছে না বলেও দাবি করেন তিনি। গতকাল শনিবার অনুষ্ঠিত বোয়ালখালী চরণদ্বীপ ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মোস্তাক আহমদ খান আরো বলেন, অবৈধ সরকার জনগণের কথা বলার অধিকার কেড়ে নিয়েছে। তবে জনগণের মুখে বেশিদিন তালা দিয়ে রাখতে পারবে না। এখন মানুষ প্রতিবাদ করবে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়াতে বাড়াতে এমন পর্যায়ে নিয়ে গেছে তাতে সাধারণ মানুষ ঘরে বসে থাকবে না। সরকারের এমন পরিস্থিতি হবে যা তারা কল্পনাও করতে পারছে না। দ্রব্যমূল্যের লাগামহীন বৃদ্ধি ও অপশাসনের বিরুদ্ধে বিএনপির চলমান আন্দোলনে তিনি সবাইকে শরিক হওয়ার আহ্বান জানান।
চরণদ্বীপ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আক্কাস খানের সভাপতিত্বে ও সদস্য সচিব শওকত হোসেনের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন বোয়ালখালী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব ইসহাক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বোয়ালখালী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন, চরণদ্বীপ ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী বেলাল, বিএনপি নেতা আবদুল হামিদ, রুস্তম আলী, মো. ওসমান, আবদুল করিম, দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সায়েম উদ্দিন টিটু ও উপজেলা যুবদল নেতা মীর ইলিয়াস।