সারা বিশ্বের মতো চট্টগ্রামে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপিত হয়েছে। এবারের দিবসের প্রতিপাদ্য বিষয় হলো– “স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি”।
দিবসটি উপলক্ষে গতকাল জেলা প্রশাসন চট্টগ্রাম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগ ও কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম বিভাগীয় কমিটির যৌথ উদ্যোগে নগরীর সার্কিট হাউজের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি নুরে আলম মিনা, দি চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট ওমর হাজ্জাজ ও কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় উপ–পরিচালক মো. ফয়েজ উল্যাহ স্বাগত বক্তব্য রাখেন। সঞ্চালনায় ছিলেন ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী। আলোচনায় অংশ নেন চট্টগ্রাম চেম্বারের পরিচালক মাহফুজুল হক শাহ, চেম্বারের পরিচালক ও মেট্রোপলিটন শপ ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অহিদ সিরাজ স্বপন, ক্যাব চট্টগ্রাম মহানগরের সভাপতি জেসমিন সুলতানা পারু, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর আবিদা আজাদ, বাংলাদেশ দোকান মালিক সমিতি চট্টগ্রাম মহানগরের সভাপতি ছালামত আলী, বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতির সাবেক সভাপতি ইলিয়াছ ভু্ইয়া, বাংলাদেশ দোকান মালিক সমিতি চট্টগ্রাম জেলা সভাপতি ছালে আহমদ সুলেমান, বনফুলের মহাব্যবস্থাপক আমানুল আলম প্রমুখ। এছাড়াও ক্যাব চট্টগ্রাম মহানগর, বিভাগ, ক্যাব যুব গ্রুপ চট্টগ্রাম মহানগর ও বিভাগ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কমিটির সদস্য/সদস্যা, বিভিন্ন বাজার সমিতি, দোকান মালিক সমিতি ও হোটেল ও রেস্তোরা মালিক সমিতি, সরকারী–বেসরকারী দপ্তরের প্রতিনিধি, নারী নেতৃবৃন্দ, পেশাজীবী ও সাংবাদিকরা অনুষ্ঠানে অংশগ্রহন করেন। অনুষ্ঠানের শুরুতে জাতীয় ভোক্তা অধিদপ্তরের বিভিন্ন কর্মকান্ড নিয়ে প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। বক্তব্যে বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম নিয়মনীতি মেনে ব্যবসায়ীদের ব্যবসা করার নির্দেশনা দেন। পণ্য ক্রয়ে ভোক্তা যাতে ক্ষতির সম্মুখীন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে উল্লেখ করে তিনি বলেন, ভোক্তার সাথে প্রতারণা করা যাবে না, ঠকানো যাবে না। এসব যারা করবে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।