বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন উপলক্ষে অসাধু, সিন্ডিকেট, মূল্য সন্ত্রাসী, মজুতদারদের অপকর্ম রুখতে ও তাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে ‘ইফতারে ভাজা-পোড়া বাদ দিন, ছোলা, পেয়াজু, বেগুনির পরিবর্তে খিচুরী খান’ প্রচারণা কর্মসূচি শুরু করেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম।
গতকাল নগরীর কাজীর দেউরীস্থ সার্কিট হাউজ চত্বরে প্রচারণা কর্মসূচি উপলক্ষে মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন। ক্যাব সংগঠক ও প্রজন্ম চট্টগ্রামের প্রধান নির্বাহী চৌধুরী জসিমুল হকের সঞ্চালনায় সংহতি জানান ক্যাব মহানগর সভাপতি জেসমিন সুলতানা পারু, সহ-সভাপতি আবু তাহের, আবদুল মান্নান, তৌহিদুল ইসলাম, শাহীন চৌধুরী, হারুন গফুর ভুইয়া, চৌধুরী কেএনএম রিয়াদ, ডা. নাজমুস সাকিব, শেখ জাবের, ফারহানা জসিম, ঝর্না বড়ুয়া, শিল্পি বশাক, আবদুল মাজেদ, সায়েরা বেগম প্রমুখ।
বক্তারা বলেন, করোনা পরবর্তী সময় থেকে একশ্রেণির অসাধু ব্যবসায়ী নিত্যপণ্যের বাজারে কারসাজি করে বাজারে আগুন ধরাচ্ছেন। যার কারনে চালের দাম দীর্ঘ দুই বছর ধরেই অস্থির। এ সুযোগে ব্যবসায়ীরা একবার আলু, একবার পেয়াজ, একবার ডাল, আটা-ময়দা এভাবে প্রতিটি পণ্যের বাজারে অস্থিরতা তৈরী করছেন। রমজানকে সামনে রেখে দাম বাড়েনি এমন পণ্যের তালিকা খুঁজে পাওয়া কঠিন। এ অবস্থায় গুটিকয়েক অসাধু ব্যবসায়ীদেরকে সামাজিক ও রাজনৈতিক ভাবে বর্জনের আহবান জানানো হয়েছে।