স্বাস্থ্য বিধি মেনে চট্টগ্রাম জার্নালিস্টস স্পোর্টস ক্লাব আয়োজিত এবং কে এম এজেন্সির পৃষ্ঠপোষকতায় ভেটারেন (৪০ উর্ধ্ব) ফুটবল টুর্নামেন্ট চলতি অক্টোবর মাসের শেষ সপ্তাহে এম এ আজিজ স্টেডিয়ামে শুরু হবে। এতে অংশগ্রহণে আগ্রহীদের আগামী ১০ অক্টোবরের মধ্যে ৩ হাজার টাকা এন্ট্রি ফিসহ এ্যাপোলো শপিং সেন্টারস্থ (২য় তলা) ‘স্পোর্টস আনলিমিটেড’-এ সকাল ১০টা থেকে রাত ৮টার মধ্যে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। উল্লেখ্য, ২৩-১০-১৯৮০ বা তার আগে যাদের জন্ম, কেবল তারাই এ টুর্নামেন্টে অংশ নিতে পারবেন। চট্টগ্রাম জেলার বাইরের কেউ এতে খেলতে পারবেন না। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে ১৫ এবং রানার আপ দলকে ১০ হাজার টাকা প্রাইজমানিসহ ট্রফি ও ব্যক্তিগত মেডেল এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতাসহ প্রত্যেক ম্যাচের সেরা খেলোয়াড়কে পুরস্কার প্রদান করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।