চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে আজ বৃহস্পতিবার নগরীর কর্নেল হাটে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় বিভিন্ন মুদি দোকান, তেলের দোকান, দৈনন্দিন কাঁচা বাজারের দোকানে মূল্য তালিকা না রাখা ও অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির অপরাধে ৬ দোকানদারের বিরুদ্ধে মামলা রুজুপূর্বক ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
একই অভিযানে নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে মরিচ, মসল্লা বিভিন্ন কোম্পানির নামে প্যাকেট করে বাজারজাত করার অপরাধে মেসার্স খাজা বাণিজ্য সংস্থাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।