ভূমিসেবা ডিজিটালাইজেশন কার্যক্রমে সহায়তা দিবে সুইজারল্যান্ড

ভূমিমন্ত্রীর সাথে রাষ্ট্রদূতের সাক্ষাৎ

| শুক্রবার , ১১ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:৫৮ পূর্বাহ্ণ

ডিজিটাল ভূমিসেবা স্থাপনে প্রয়োজনীয় সকল ধরনের সহযোগিতা দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি শিউআখ।
তিনি গতকাল বৃহস্পতিবার ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সঙ্গে সচিবালয়ে তাঁর কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎকালে এ কথা জানান। এ সময় ভূমিমন্ত্রী ভূমি ব্যবস্থাপনা ডিজিটালাইজেশনে সরকারের বিভিন্ন পরিকল্পনার ব্যাপারে রাষ্ট্রদূতকে অবহিত করেন। খবর বাসসের। বৈঠকে গৃহহীন ও ভূমিহীনদের মধ্যে জমিসহ গৃহ প্রদান কার্যক্রম ও ভূমিসেবা ডিজিটালাইজেশন উদ্যোগ গ্রহণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন রাষ্ট্রদূত নাথালি শিউআখ। তিনি বলেন, গৃহ প্রদানের মানবিক এই উদ্যোগ বাংলাদেশে দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। রাষ্ট্রদূত আরও জানান, ভূমিসেবা ডিজিটালাইজেশন কার্যক্রম বাংলাদেশে তথ্য অধিকার ও লৈঙ্গিক সমতা নিশ্চিত করতে এবং স্বচ্ছ, জবাবদিহি ও সর্বোপরি টেকসই সুশাসন নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনেও টেকসই ভূমি ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন। বাংলাদেশ সুইজারল্যান্ডের অন্যতম অগ্রাধিকার সহযোগী দেশ বলেও উল্লেখ করেন তিনি। সাইফুজ্জামান চৌধুরী ২০২১ সালে বাংলাদেশের পুঁজি-বাজারের ওপর সুইজারল্যান্ডে অনুষ্ঠিত বিনিয়োগ শীর্ষ সম্মেলনে সুইস আতিথেয়তার জন্য রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়ে বলেন, সুইস সরকার, উদ্যোক্তা এবং বিনিয়োগকারীরা বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী। এসময় দুই দেশের মধ্যে কৌশলগত, বাণিজ্যিক ও বিশ্ব অংশীদারিত্বমূলক সম্পর্ককে আরও নিবিড় করার ব্যাপারে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। এসময় দেশে স্থাপিত ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সুইজারল্যান্ডের বিনিয়োগকারীদের বিনিয়োগের আহ্বান জানান ভূমিমন্ত্রী। পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশে অবস্থিত সুইজারল্যান্ডের নিকটতম সাদৃশ্যপূর্ণ প্রাকৃতিক সৌন্দর্য হিসেবে অবহিত করেন সুইস রাষ্ট্রদূত। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে সুইস দূতাবাসের জুনিয়র প্রোগ্রাম অফিসার জানা রোথলিসবার্গার।

পূর্ববর্তী নিবন্ধচবি আইকিউএসির অনলাইন কর্মশালা
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে শুক্রবার আরও ২৭৭ জনের করোনা শনাক্ত