ঘন ঘন ভূমিকম্পে মানুষ আতংকিত হয়ে পড়েছে। সিলেটে পাঁচবার ও অধিক ভূমিকম্প অনুভূত হয়। সিলেট অঞ্চলে হওয়া এই ভূমিকম্পটিও ছিল মৃদু। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ২.৮। গত ৫/৬ বৎসর পূর্বে ১৩ ঘণ্টার ব্যবধানে চার দফা কম্পন অনুভূত হয়েছিলো। এতে আতংকিত হয়ে পড়েছিলো লক্ষ লক্ষ মানুষ। সবার চোখে মুখে ছিল আতংকের ছাপ। বার বার মৃদু কম্পন হলো বড় ভূমিকম্পের লক্ষণ। এতে বড় ধরনের মানবিক বিপর্যয় হতে পারে। বিশ্বে ভূমিকম্প প্রবণ এলাকা হিসেবে চিহ্নিত অঞ্চলের মধ্যে বাংলাদেশ রয়েছে। ভূমিকম্পের মতো মারাত্মক একটি বিষয়কে হালকাভাবে নেয়ার সুযোগ নেই। এবং এ জন্য নানামুখী সতর্কতা অবলম্বন দরকার।
এম. এ. গফুর
বলুয়ার দীঘির দক্ষিণ-পশ্চিম পাড়
কোরবাণীগঞ্জ, চট্টগ্রাম।