ভূমিকম্পে ভানুয়াতুতে নিহত বেড়ে ১৪

| বৃহস্পতিবার , ১৯ ডিসেম্বর, ২০২৪ at ১১:১২ পূর্বাহ্ণ

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশ ভানুয়াতুতে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। উদ্ধারকারীরা জীবিতদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মঙ্গলবার রাজধানী পোর্ট ভিলায় আঘাত হানা ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প ভবনগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করে, ভূমিধস সৃষ্টি করে এবং বিদ্যুৎ ও টেলিযোগাযোগ অবকাঠামো বিকল করে দেয়। খবর বাংলানিউজের।

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজের এশিয়াপ্যাসিফিক অঞ্চলের প্রধান ক্যাটি গ্রিনউড গতকাল বলেন, কর্তৃপক্ষ এ পর্যন্ত ১৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। দুইশর বেশি বাসিন্দা আহত পোর্ট ভিলার প্রধান হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ভানুয়াতুতে ২০ বছরেরও বেশি সময় ধরে বসবাস করা কানাডীয় সাংবাদিক ড্যান ম্যাকগ্যারি বলেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে, এমন শঙ্কা রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা জীবিতদের খুঁজে বেড়াচ্ছেন উদ্ধারকারীরা । তিনি বলেন, আন্তর্জাতিক শিপিং টার্মিনালের কাছে একটি বড় ভূমিধসের নিচে অনেকে আটকা পড়ে থাকতে পারে।

পূর্ববর্তী নিবন্ধউজবেকিস্তানের নাগরিক আটক
পরবর্তী নিবন্ধমোজাম্বিকে ঘূর্ণিঝড় চিডোর আঘাত নিহত ৩৪