রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২ ডিসেম্বর) সকালে অনুভূত ভূমিকম্পের সময় মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন।
এসময় অনেকেই আতঙ্কে ঘর থেকে দ্রুত বাইরে বের হয়ে আসেন। আতঙ্কিত অবস্থা সৃষ্টি হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলগুলোতেও।
এ সময় বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের কয়েকটি কক্ষের জানালার কাঁচ ভেঙে পড়েছে এবং ছাদের পলেস্তরা খসে পড়েছে বলে জানা গেছে। এতে আতঙ্কিত হয়ে অনেক আবাসিক শিক্ষার্থী লাফিয়ে পড়েছেন বলে জানা গেছে।
শনিবার সকাল ৯টা ৩৫ মিনিটের দিকে দেশের বিভিন্ন স্থানে ভূ-কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৬।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা- ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কুমিল্লা থেকে ৪৫ কিলোমিটার দক্ষিণ দক্ষিণপশ্চিমে এবং লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে ৮ কিলোমিটার উত্তরপূর্বে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।